BRAKING NEWS

দ্বিতীয় দিনে পড়ল মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী পদ থেকে কমল নাথের অপসারণ চেয়ে বিজেপি নেতার অনশন

নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর (হি.স.) : মধ্যপ্রদেশের নবনিযুক্ত মুখ্যমন্ত্রী কমল নাথের অপসারণের দাবিতে রাজধানী দিল্লিতে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসেছেন বিজেপি নেতা তাজিন্দর পাল সিং বাগ্গা। ১৯৮৪ সালের শিখ বিরোধী দাঙ্গায় যুক্ত থাকার অভিযোগ দীর্ঘদিন ধরেই কমল নাথের বিরুদ্ধে ছিল।
সোমবার থেকে অনশনে বসেছেন তাজিন্দর পাল সিং বাগ্গা। মঙ্গলবার তিনি বলেন, ‘যতক্ষণ না পর্যন্ত শিখ হত্যাকারী কমল নাথের অপসারণ হচ্ছে। ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই জারি থাকবে। ২০০৪ সালে জগদীশ টাইটেলার এবং সজ্জন কুমারকে কংগ্রেসের তরফে টিকিট দেওয়া হয়েছিল। পরে চাপে পড়ে তা প্রত্যাহার করতে বাধ্য হয় কংগ্রেস। কমল নাথকে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর পদ বসিয়ে শিখদের ক্ষতে নুন ছিটিয়ে দিয়েছে কংগ্রেস।’
সোমবার ১৯৮৪ সালে শিখ বিরোধী দাঙ্গায় দোষীসাব্যস্ত সজ্জন কুমারের যাবজ্জীবন কারাদণ্ডে দন্ডিত করে আদালত। আর এরপরেই বিজেপি এবং তার জোট শরিক শিরোমণি আকালি দল কমল নাথের বিরুদ্ধে সরব হয়ে উঠে। ওদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেছিলেন, এমন দিনে এই রায় ঘোষণা হল যখন শিখ সমাজ যে দ্বিতীয় নেতাকে দোষী মনে করে তাকে (কমল নাথ) কংগ্রেস মুখ্যমন্ত্রীর পদের শপথ নেওয়ালো, যা দুঃখজনক। শিরোমণি অকালি দলের নেত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী হরসিমরত কউর বাদল বলেন, অবশেষে বিচারের চাকা চলতে শুরু করল। আজ সজ্জন কুমারের সাজা হয়েছে। কাল জগদীশ টাইটেলার। তারপর কমল নাথ। সব শেষে গান্ধী পরিবার। একে একে সবার সাজা হবে। বিগত ৩৪ বছর ধরে সজ্জন কুমার, টাইটেলার, কমল নাথকে বাঁচানোর সমস্ত রকমের চেষ্টা চালিয়ে গিয়েছে কংগ্রেস এবং গান্ধী পরিবার।
যদিও শিখ বিরোধী দাঙ্গায় যুক্ত থাকা নিয়ে যাবতীয় দায় ঝেড়ে ফেলেছেন কমল নাথ। গতকাল তিনি বলেন, ‘১৯৯১ সালে এবং তার পরেও বহুবার মন্ত্রী হিসেবে আমি শপথ নিয়েছে। কিন্তু কোনও মামলা, এফআইআর, চার্জশিট আমার নামের বিরুদ্ধে নেই। বিষয়টি ফের তারা উত্থাপন করেছে। এর পেছনে রাজনীতি কাজ করছে। এর কোনও প্রত্যক্ষদর্শী নেই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *