BRAKING NEWS

বিশ্বকাপ হকির কোয়ার্টার-ফাইনালে নেদারল্যান্ডস-র মুখোমুখি ভারত

ভুবনেশ্বর, ১৩ ডিসেম্বর (হি.স.) : বিশ্বকাপ হকিতে ৪৩ বছর পর শেষ চারে ওঠার হাতছানি মনপ্রীতদের সামনে। দেশের মাটিতে ট্রফি খরা কাটাতে বদ্ধপরিকর ভারতীয় হকি দল। ১৯৭৫ সালে শেষবার বিশ্বকাপের শেষ চারে পৌঁছেছিল ভারত। চ্যাম্পিয়নও হয়েছিল। তারপর আর কখনও বিশ্বকাপ হকির সেমিফাইনালে পৌঁছতে পারেনি ভারতীয় হকি দল। বৃহস্পতিবার বিশ্বকাপ হকির কোয়ার্টার-ফাইনালে ভারত বনাম নেদারল্যান্ডস ম্যাচ ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে।
চলতি বিশ্বকাপে দুরন্ত ছন্দে রয়েছে হরমনপ্রীত, আকাশদীপ, মনপ্রীত, শ্রীজেশরা। গ্রুপ পর্বের ছন্দ শেষ আটের ম্যাচে ডাচদের বিরুদ্ধে ধরে রাখতে মরিয়া হরেন্দ্র সিংয়ের দল। কিন্তু পরিসংখ্যান ভারতের বিপক্ষে। বিশ্বকাপের মঞ্চে কখনও নেদারল্যান্ডসকে হারাতে পারেনি ভারত। ৬ বারের সাক্ষাতে পাঁচবারই হেরেছে , ড্র করেছে মাত্র একবার। চলতি বছরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ডাচদের বিরুদ্ধে ১-১ ড্র করে ভারত। সাম্প্রতিক পারফরম্যান্সের নিরিখে দেশের মাটিতে ইতিহাস বদলাতে মরিয়া টিম ইন্ডিয়া। ডাচদের বিরুদ্ধেও আক্রমনাত্মক মনোভাবের কোনও বদল আনছে না হরেন্দ্র সিংয়ের দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *