BRAKING NEWS

অগাস্টা ওয়েস্টল্যান্ড কপ্টার চুক্তি : আবারও পাঁচ দিনের সিবিআই হেফাজতে ক্রিশ্চিয়ান মিশেল

নয়াদিল্লি, ১০ ডিসেম্বর (হি.স.): অগাস্টা ওয়েস্টল্যান্ড কপ্টার চুক্তির অন্যতম মধ্যস্থতাকারী ক্রিশ্চিয়ান মিশেলকে আবারও পাঁচ দিনের সেন্ট্রাল ৱু্যরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) হেফাজতে পাঠাল বিশেষ সিবিআই আদালত| এর আগে গত ৱুধবার ক্রিশ্চিয়ানকে পাঁচ দিনের সিবিআই হেফাজতে পাঠানো হয়েছিল| পাঁচ দিনের হেফাজতের মেয়াদ সমাপ্ত হলে সোমবার পুনরায় বিশেষ সিবিআই আদালতে তোলা হয় ক্রিশ্চিয়ানকে| এদিন সিবিআই-এর পক্ষ থেকে জানানো হয়, তদন্তে সহযোগিতা করছেন না ক্রিশ্চিয়ান| কপার চুক্তির মধ্যস্থতাকারীকে ৯ দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানায় সিবিআই| কিন্তু, ৯ দিনের পরিবর্তে ৫ দিনের সিবিআই হেফাজত মঞ্জুর করেছে বিশেষ সিবিআই আদালত|
অগাস্টা ওয়েস্টল্যান্ড কপ্টার চুক্তির অন্যতম মধ্যস্থতাকারী ক্রিশ্চিয়ান মিশেলকে হাতে পেতে বিশেষভাবে তত্পরতা দেখিয়েছিল সিবিআই এবং ইডি| অবশেষে তাঁকে ভারতের হাতে তুলে দেয় দুবাই প্রশাসন| গত মঙ্গলবার ভারতে আনা হয় ক্রিশ্চিয়ানকে| এই নিয়ে পরপর দু’বার সিবিআই হেফাজতে পাঠানো হল মিশেলকে| সূত্রের খবর, ক্রিশ্চিয়ানকে এই মামলায় অভিযুক্ত বাকিদের সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *