BRAKING NEWS

মধ্যপ্রদেশে ফের ক্ষমতায় আসতে চলেছে বিজেপি : শিবরাজ সিং চৌহান

ভোপাল, ৯ ডিসেম্বর (হি.স.) : মধ্যপ্রদেশে ফের ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই জানালেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। পাশাপাশি কংগ্রেসের নিন্দায় মুখর হয়ে তিনি বলেন, হতাশায় ভুগছে কংগ্রেস। সেই কারণেই ভিত্তিহীন কথাবার্তা বলছে। এমনকি ভোটগণনার দিনও বাধা সৃষ্টি করতে পারে।

এদিন শিবরাজ সিং চৌহান বলেন, মধ্যপ্রদেশে বিজেপি সরকার গড়তে চলেছে। হতাশায় ভুগছে কংগ্রেস। সেই কারণেই ভিত্তিহীন দাবি করে চলেছে। প্রথমে ইভিএম যন্ত্রে সন্দেহে নিয়ে সরব হয়েছিল কংগ্রেস। এমনকি নির্বাচন কমিশনের প্রতিও তারা সন্দেহ প্রকাশ করেছিল। ভোটগণনার সময়ও বাধা তৈরি করতে পারে কংগ্রেস। বিষয়টি নিয়ে রাজ্যের সমস্ত জেলার নেতাদের সঙ্গে আলোচনা করেছে বিজেপির রাজ্য সভাপতি রাকেশ সিং। দলীয় কর্মীদের সতর্ক ও শান্তিপূর্ণ ভাবে আচরণ করতে বলা হয়েছে। ভোটগণনার সময়ে কংগ্রেসের প্রতিটি পদক্ষেপের উপর আমাদের নজর থাকবে।

প্রসঙ্গত, গত ২৮ নভেম্বর ভোটগ্রহণ হয় মধ্যপ্রদেশে। ভোটগণনা হবে ১১ ডিসেম্বর। শনিবার শিবরাজ সিং চৌহান বলেছিলেন, ২০১৩ সালের বিধানসভার তুলনা এবার বেশি আসন পেতে চলেছে বিজেপি। জনগণ আমাদের পাশে রয়েছে। এবার ৪০ লক্ষ নতুন ভোটার ভোট দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *