BRAKING NEWS

শ্রীনগরে রেকর্ড ঠাণ্ডা, মরসুমের শীতলতম রাত গ্রীষ্মকালীন রাজধানীতে

শ্রীনগর, ৭ ডিসেম্বর (হি.স.): প্রবল ঠাণ্ডায় কাঁপছে গোটা কাশ্মীর উপত্যকা| প্রায় প্রতিদিনই কমছে তাপমাত্রার পারদ, পাশাপাশি দিন দিন বাড়ছে ঠাণ্ডার কামড়| হাড় কনকনে ঠাণ্ডায় কাঁপছে লেহ, কার্গিল এবং শ্রীনগর শহর সহ ভূস্বর্গের বিভিন্ন প্রান্ত| বৃহস্পতিবার রাতে মরসুমের শীতলতম রাত উপভোগ করলেন গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরের মানুষজন| বৃহস্পতিবার রাতে শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা নেমে যায় মাইনাস ৪ ডিগ্রি সেলসিয়াসে| পাশাপাশি শীতে কাঁপছে লাদাখ রিজিওনের লেহ এবং কার্গিল| সর্বত্রই সর্বনিম্ন তাপমাত্রা হিমাঙ্কের নিচে|
আবহাওয়ার দফতরের অধিকর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৪ ডিগ্রি সেলসিয়াস| পাশাপাশি ৬ ডিসেম্বর রাতে বার্ষিক অমরনাথ যাত্রার বেসক্যাম্প পহেলগামে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৬.০ ডিগ্রি সেলসিয়াস, উত্তর কাশ্মীরের জনপ্রিয় পর্যটন কেন্দ্র গুলমার্গে বৃহস্পতিবার রাতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৬.২ ডিগ্রি সেলসিয়াস| হাড় কনকনে ঠাণ্ডায় এই মুহূর্তে ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’ অবস্থা ভূস্বর্গের মানুষজনের|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *