BRAKING NEWS

ইংলিশ প্রিমিয়র লিগে জয়ের ধারা অব্যাহত রেখে বৌর্নমাউথকেও হারাল ম্যান সিটি

ম্যাঞ্চেস্টার, ২ ডিসেম্বর (হি.স.) : ইংলিশ প্রিমিয়র লিগে জয়ের ধারা অব্যাহত রেখে এবার ঘরের মাঠে বৌর্নমাউথকে হারাল ম্যাঞ্চেস্টার সিটি। বার্নলে,টটেনহ্যাম, ফুলহ্যাম, সাউদাম্পটন, ম্যান ইউ, ওয়েস্ট হ্যামের পর শনিবার রাতে ম্যান সিটির ধারাবাহিক জয়ের শিকার হল বৌর্নমাউথ। ঘরের মাঠে ৩-১গোলে হারিয়ে টানা ষষ্ঠ জয় তুলে নিয়ে লিগের শীর্ষে নিজেদের জায়গাকে মজবুত করল গুয়ার্দিয়োলার ছেলেরা।

অ্যাওয়ে ম্যাচে এদিন প্রথমার্ধে ম্যান সিটিকে জোর টক্কর দেয় বৌর্নমাউথ। ১৬ মিনিটে লেরয় সেনের উদ্দেশ্যে বাড়ানো লং বল বিপক্ষ গোলকিপারবিগোভিচ প্রতিহত করলে ফিরতি বল দূরপাল্লার শটে জালে জড়িয়ে দেন বার্নার্দো সিলভা। প্রথম গোলের পরও বৌর্নমাউথ রক্ষণে আক্রমণের ঝড় আছড়েপড়তে থাকলেও আর গোল তুলে নিতে পারেনি সিটি। বরং প্রথমার্ধের শেষদিকে পাল্টা আক্রমণে সুযোগ তৈরি করে নিতে থাকে বৌর্নমাউথ। সেই সুযোগেরফসল তুলে ৪৪ মিনিটে বক্সের মধ্যে উইলসনের দুরন্ত হেডারে ম্যাচে সমতায় ফিরে আসে তারা। বিরতির পর ৫৩ মিনিটে বক্সের মধ্যে একক দক্ষতায় রহিমস্টার্লিংয়ের দুরন্ত প্রয়াস পোস্টে লেগে প্রতিহত হয়। যদিও এরপর স্কোরশিটে নাম তুলতে মাত্র চার মিনিট সময় নেন এই ইংরেজ স্ট্রাইকার। ৫৭ মিনিটেদানিলোর শট বৌর্নমাউথ গোলরক্ষক পুনরায় রুখে দিলে জটলার মধ্যে থেকে ফিরতি বল তিনকাঠিতে রাখেন স্টার্লিং। ম্যান সিটি দ্বিতীয় গোল তুলেনেওয়ার পর দ্বিতীয়ার্ধে আর ম্যাচে ফিরতে পারেনি তারা। এই জয়ের ফলে ১৪ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষস্থান মজবুত হল গুয়ার্দিয়োলারছেলেদের। ১৩ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে রয়েছে লিভারপুল। ১৪ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে নবমস্থানে বৌর্নমাউথ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *