BRAKING NEWS

রাজস্থান, মধ্যপ্রদেশ জয়ের দিবাস্বপ্ন দেখছেন রাহুল গান্ধী : অমিত শাহ

জোধপুর, ১ ডিসেম্বর (হি.স.) : জয়লাভের দিবাস্বপ্ন দেখছেন রাহুল গান্ধী। শনিবার এমনই ভাষায় কংগ্রেস সভাপতিকে ব্যঙ্গাত্মক খোঁচা দিলেন অমিত শাহ। এদিন জোধপুর জেলার ফালোদিতে জনসভায় অমিত শাহ বলেন, মেঙ্গালোর থেকে ফেরার পথে টিভিতে আমি দেখলাম রাজস্থান এবং মধ্যপ্রদেশে কংগ্রেসের সরকার গড়ার কথা বলছেন রাহুল গান্ধী। রাহুল গান্ধী জয়ের ব্যাপারে দিবাস্বপ্ন দেখছেন। স্বপ্ন দেখা ভাল কিন্তু রাহুল এখন সকালে স্বপ্ন দেখছেন। রাজস্থানে বিজেপি-কে হারানো কার্যত অসম্ভব বলে জানান অমিত শাহ। তিনি রাজস্থানে বিজেপি হল অঙ্গদের পায়ের মতো শক্ত। যাকে সরানো যায় না।
কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমুখী পদক্ষেপের কথা তুলে ধরে অমিত শাহ বলেন, সমাজের সকলস্তরের মানুষের জন্য কেন্দ্র ১২৯টি প্রকল্প গ্রহণ করেছে। রাজস্থানে কংগ্রেস ক্ষমতায় থাকার সময় রাজ্য বাজেটের মোট বরাদ্দ ছিল ১.৯ লক্ষ কোটি টাকা। প্রধানমন্ত্রী হওয়ার পর নরেন্দ্র মোদী বৃদ্ধি হয়ে দাঁড়িয়েছে ২.৬৩ লক্ষ কোটি টাকা। ৩৬০০০ কোটি টাকার তেল শোধনাগার রাজস্থানে গড়ে তোলা হবে। পাশাপাশি রাজস্থানে কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে? তা এদিনের জনসভায় জানতে চান অমিত শাহ। তিনি বলেন, রাজস্থানে আমাদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বসুন্ধরা রাজে। কিন্তু কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে? নেতৃত্বহীন দল কখনই জিততে পারে না। উল্লেখনীয়, আগামী ৭ ডিসেম্বর বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে রাজস্থানে। ফল ঘোষণা হবে ১১ ডিসেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *