BRAKING NEWS

আরও এক দিনের অপেক্ষা, সিবিআই রায় সম্ভবত বৃহস্পতিবার

নয়াদিল্লি, ২৮ নভেম্বর (হি.স.): সিবিআই বনাম সিবিআই মামলার কি রায় হবে? তার জন্য আরও এক দিন অপেক্ষা করতে হবে| সংবাদ মধ্যেমে প্রকাশিত হওয়া একটি খবর ঘিরে গত ২০ নভেম্বর নজিরবিহীন ঘটনা ঘটে যায় সুপ্রিম কোর্টে| সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ক্ষুব্ধ হয়ে এই মামলার পরবর্তী শুনানির দিন ২৯ নভেম্বর পর্যন্ত পিছিয়ে দেন|ছুটিতে পাঠানো সিবিআই ডিরেক্ট অলোক বর্মা কি ফিরে পাবেন তাঁর দায়িত্ব? ধোঁয়াশা সম্ভবত কাটতে পারে ২৯ নভেম্বর, বৃহস্পতিবার|

চলতি মাসের ২০ তারিখ সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে যায় সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)-এর ঘুষ মামলা| পিছিয়ে যায় ‘নির্বাসিত’ সিবিআই ডিরেক্টর অলোক বর্মার অপসারণ মামলাও| সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন (সিভিসি)-কে দেওয়া অলোক বর্মার গোপন জবাব ‘ফাঁস’ হয়ে যায় সংবাদ মাধ্যমে| তাই পিছিয়ে দেওয়া হয়েছে অলোক বর্মার অপসারণ মামলা| এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয় ২৯ নভেম্বর|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *