BRAKING NEWS

‘ধর্মাদেশ’ সম্মেলনে শবরীমাল্গে কেরল সরকারের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ সাধুদের

নয়াদিল্লি, ৪ নভেম্বর (হি.স.) : ‘ধর্মাদেশ’ সম্মেলনে উঠল শবরীমালা প্রসঙ্গ। কেরলের শবরীমালা মন্দিরে সমস্ত বয়সী মহিলাদের প্রবেশ নিয়ে সুপ্রিম কোর্টের রায় এবং এর পরে ভগবান আয়াপ্পা ভক্তদের সঙ্গে রাজ্য প্রশাসনের মধ্যে উত্তেজনা বিষয়গুলি রবিবার দিল্লির তালকোটরা স্টেডিয়ামে সাধুদের ধর্মাদেশের আলোচনা সভায় উঠে এসেছে।
রাম মন্দির নির্মাণ নিয়ে বিলম্ব হওয়া নিয়েও অসন্তোষ প্রকাশ করা হয় সাধুদের এই সম্মেলনে। এই বিষয়ে রণনীতি তৈরি করতে দেশের সমস্ত সাধু একত্রিত হয়েছেন। রাম মন্দির নির্মাণের বিলম্ব প্রসঙ্গে নিয়ে সন্তরা কি সিদ্ধান্তে পৌছল তা নিয়ে এদিন জানাবে সন্তরা। এর মাঝেই এদিন কেরল থেকে আসা স্বামী শান্তানন্দ শবরীমালা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন। রবিবার সম্মেলনে তিনি বলেন, ‘বিচারব্যবস্থা এবং কেরল প্রশাসন দুইজনেই সাংস্কৃতিক ভাবনার উপর আঘাত করার কাজ করেছে। অখিল ভারতীয় সন্ত সমিতির অধ্যক্ষ জগদগুরু রামানন্দচার্য হংসদেবাচার্য জানিয়েছেন, কেরলের সরকার বিধর্মী। দেশের সমগ্র সাধুদের হয়ে বিচারব্যবসা এবং রাজ্য সরকারের হিংসাত্মক কর্মকাণ্ডকে ‘হিন্দু-বিরোধী’ হিসেবে আখ্যা দিয়েছেন তিনি। উপস্থিত থাকা প্রত্যেকেই তার এই বক্তব্যকে সমর্থন জানিয়েছেন।
উল্লেখনীয়, দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে আয়োজিত অখিল ভারতীয় সন্ত সমিতি-র ‘ধর্মাদেশ’-এর আয়োজন করা হয়। ‘ধর্মাদেশ’ সম্মেলনের প্রথম দিন শনিবার প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে কার্যক্রমের শুভারম্ভ হয়| ভগবান রাম এবং ভারতা মাতা-র ছবির সামনে প্রদীপ প্রজ্জ্বলন করা হয়| এই সময় শঙ্করাচার্য হংস দেবাচার্য হরিদ্বার-এর সভাপতিত্বে সন্তদের স্বাগত জানানো হয়| দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু-সন্তরা ‘ধর্মাদেশ’ সম্মেলনে অংশ নিয়েছেন| অন্যদিকে, আগামী ৫ নভেম্বর, সোমবার পুনরায় উন্মুক্ত করে দেওয়া হবে কেরলের শবরীমালা মন্দিরের দরজা| আর তাই আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ৪-৬ নভেম্বর পর্যন্ত, টানা তিন দিন ধরে কেরলের সান্নিধানাম, পাম্বা, নীলাক্কল এবং এলাভুঙ্কা-এ ১৪৪ ধারা জারি করা হবে| ইতিমধ্যেই এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন পত্তনমতিট্টা জেলা কালেক্টর|
জেলা কালেক্টরের নির্দেশ অনুযায়ী, ৪-৬ নভেম্বর, টানা তিন দিন সান্নিধানাম, পাম্বা, নীলাক্কল এবং এলাভুঙ্কা-এ জারি করা হবে ১৪৪ ধারা| বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতেই এই সিদ্ধান্ত জেলা কালেক্টরের| প্রসঙ্গত, আগামী ৫ নভেম্বর বিশেষ প্রার্থনার জন্য খুলে দেওয়া হবে কেরলের শবরীমালা মন্দিরের দরজা| সূত্রের খবর, ৫ এবং ৬ নভেম্বর টানা ৪৮ ঘন্টার জন্য শবরীমালা মন্দিরের প্রবেশদ্বার খোলা থাকবে| তবে, সমস্ত বয়সের মহিলারা এই দু’দিনে মন্দিরে প্রবেশ করতে পারবেন কি না, তা নিয়ে নানা মুনীর নানা মত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *