BRAKING NEWS

ছত্তিশগড়ে মাওবাদী হামলায় শহিদ দু’জন জওয়ান, মৃত্যু দূরদর্শনের চিত্র গ্রাহকের

রায়পুর, ৩০ অক্টোবর (হি.স.): বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ছত্তিশগড়ে ততই বাড়ছে মাওবাদীদের হিংসাত্মক কার্যকলাপ| ছত্তিশগড়ে আবারও মাওবাদী হামলা| এবার ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত দান্তেওয়াড়া জেলার আরণপুর থানা এলাকায় মাওবাদী হামলায় প্রাণ হারালেন নিরাপত্তা রক্ষী বাহিনীর দু’জন জওয়ান| এছাড়াও মাওবাদী হামলায় প্রাণ হারিয়েছেন দূরদর্শনের একজন চিত্রগ্রাহক|
আগামী নভেম্বর মাসেই ছত্তিশগড়ে বিধানসভা নির্বাচন| ছত্তিশগড়ে প্রথম ও দ্বিতীয় পর্যায়ে বিধানসভা নির্বাচন হবে, যথাক্রমে ১২ এবং ২০ নভেম্বর| বিধানসভা নির্বাচনের প্রাক্কালে মঙ্গলবার সকালে দান্তেওয়াড়ার আরণপুর থানা এলাকায় নির্বাচনের খবর করতে এসেছিল দূরদর্শনের সাংবাদিক দল| আরণপুর থানার অন্তর্গত নিলাওয়া গ্রামের কাছে আচমকাই তাঁদের উপর হামলা চালায় মাওবাদীরা| মাওবাদী হামলায় প্রাণ হারিয়েছেন দূরদর্শনের একজন চিত্র গ্রাহক, এছাড়াও দু’জন জওয়ান শহিদ হয়েছেন| ডিআইজি পি সুন্দররাজ জানিয়েছেন, ‘আরণপুরায় পেট্রোলিং পার্টি লক্ষ্য করে হামলা চালায় মাওবাদীরা| দু’জন জওয়ান শহিদ হয়েছেন, প্রাণ হারিয়েছেন দূরদর্শনের একজন চিত্রগ্রাহক| এছাড়াও আরও দু’জন জওয়ান আহত হয়েছেন| আহত জওয়ানদের উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে|’
উল্লেখ্য, আগামী ১২ নভেম্বর প্রথম দফার নির্বাচন হওয়ার কথা ১৮টি কেন্দ্রে| এর মধ্যে ৮টি কেন্দ্র বস্তার, কাঁকের সুকমা, বিজাপুর, দান্তেওয়াড়া, নারায়ণপুর, কোন্ডাগাঁও ও রাজনন্দগাঁও মাওবাদীদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত| রাজ্যের বাকি ৭২টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২০ নভেম্বর| ফলাফল ঘোষণা আগামী ১১ ডিসেম্বর|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *