BRAKING NEWS

অযোধ্যা মামলা আরও প্রসারিত করার কোনও প্রয়োজনীয়তা নেই : বিশ্ব হিন্দু পরিষদ

নয়াদিল্লি, ২৯ অক্টোবর (হি.স.): ফের পিছিয়ে গেল অযোধ্যা মামলার শুনানি| ২০১৯ সালের জানুয়ারি মাসেই স্থির হবে শুনানির নতুন তারিখ| পাশাপাশি অযোধ্যায় মামলায় তৈরি হতে পারে নতুন বেঞ্চ| সোমবার মাত্র চার মিনিটের শুনানিতেই এ কথা জানিয়েছে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চ| তবে, বিশ্ব হিন্দু পরিষদের মতে, অযোধ্যা মামলা আরও প্রসারিত করার কোনও প্রয়োজনীয়তা নেই| বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক কার্যকারী সভাপতি অলোক কুমার জানিয়েছেন, রাম মন্দিরের জন্য অনন্তকাল ধরে অপেক্ষা করার কোনও মানে নেই|
সরকারের প্রতি তাঁর অনুরোধ, রামমন্দির নিয়ে শ্রীঘ্রই আইন প্রণয়ন করা হোক| যাতে অযোধ্যায় রামমন্দির তৈরি করার ক্ষেত্রে পথ প্রশস্ত হয়| বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক কার্যকারী সভাপতি অলোক কুমার-এর আরও বক্তব্য, শীতকালীন অধিবেশনেই আইনি বিল নিয়ে আসা উচিত সরকারের|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *