BRAKING NEWS

তামিলনাড়ুতে ১৮টি আসনে উপ-নির্বাচনের সম্ভাবনা প্রবল, নির্বাচন কমিশনের পদক্ষেপ দাবি করলেন স্ট্যালিন

চেন্নাই, ২৫ অক্টোবর (হি.স.): ‘বিদ্রোহী’ ১৮ জন বিধায়ককে বিধানসভা থেকে বরখাস্ত মামলায় তামিলনাড়ু বিধানসভার স্পিকারের সিদ্ধান্তই বহাল রেখেছে মাদ্রাজ হাইকোর্ট| মাদ্রাজ হাইকোর্টের এই রায়ের পর এআইএডিএমকে থেকে বরখাস্ত হওয়া নেত্রী ভি কে শশিকলা এবং তাঁর ভাইপো টিটিভি দিনাকরণের ঘনিষ্ঠ ১৮ জন বিধায়ক আর বিধানসভার সদস্য থাকলেন না| ওই ১৮টি আসনে উপ-নির্বাচনের মাধ্যমে বিধায়ক নির্বাচিত হবেন| অর্থাত্ ১৮টি আসনে উপ-নির্বাচনের সম্ভাবনা প্রবল| এ প্রসঙ্গে বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডিএমকে প্রধান এম কে স্ট্যালিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, ‘গণতন্ত্রকে অবশ্যই সুরক্ষিত থাকবে হবে| এমনিতেই দু’টি বিধানসভা আসন খালি হয়ে পড়ে রয়েছে| মাদ্রাজ হাইকোর্টের রায়ের পর, ১৮টি আসনও খালি হয়ে গেল| যাইহোক, শুন্য আসন পূরণের জন্য নির্বাচন কমিশনকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে|’
২০১৭ সালে ‘বিদ্রোহী’ ১৮ জন বিধায়ক মুখ্যমন্ত্রী ই কে পালানিস্বামীকে সরানোর দাবি জানিয়ে রাজ্যপালকে চিঠি লিখেছিলেন| ওই চিঠি লেখার পরই তাঁদের বিধানসভা থেকে বরখাস্ত করেন তামিলনাড়ু বিধানসভার স্পিকার পি ধনপাল| কিন্তু, বৃহস্পতিবার স্পিকারের সিদ্ধান্তই বহাল রাখল মাদ্রাজ হাইকোর্ট| মাদ্রাজ হাইকোর্টের এই রায়কে স্বাগত জানিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ই কে পালানিস্বামী| একই সঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন, ‘১৮টি আসনে উপনির্বাচন হলেও, সমস্ত আসনেই জয়ী হবে আম্মা সরকার|’ মাদ্রাজ হাইকোর্টের রায়ের পরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে পালানিস্বামী বলেছেন, ‘হাইকোর্টের রায়কে আমরা স্বাগত জানাচ্ছি| এমনকি, যদি ওই ১৮টি আসনে উপ-নির্বাচন হয়, তবে আম্মা সরকারই সমস্ত আসনে জয়ী হবে| পরবর্তী বিষয়গুলি নির্বাচন কমিশনের ভাবনার বিষয়|’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *