BRAKING NEWS

রেওয়ারি গণধর্ষণ মামলায় শেষমেশ সিট গঠন, বিস্তারিত তথ্য তলব মহিলা কমিশনের

রেওয়ারি (হরিয়ানা), ১৫ সেপ্টেম্বর (হি.স.): রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত কলেজ ছাত্রীকে গণধর্ষণ| নক্কারজনক এই ঘটনায় হইচই পড়ে গিয়েছে দেশজুড়ে| পুলিশের আশ্বাস, দুষ্কৃতীদের শীঘ্রই গ্রেফতার করা হবে| ইতিমধ্যেই তিনজন অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর রুজু করে পুলিশ| যদিও, এখনও পুলিশের নাগালের বাইরে দুষ্কৃতীরা| এই পরিস্থিতিতে ১৯ বছর বয়সি তরুণীকে গণধর্ষণের ঘটনায় বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হল| নুহ পুলিশ সুপার নাজনিন ভাসিন-এর নেতৃত্বে গণধর্ষণ মামলার তদন্ত করবে বিশেষ তদন্তকারী দল (সিট)|
এই মুহূর্তে রেওয়ারি জেলা হাসপাতালে চিকিত্সাধীন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত ১৯ বছর বয়সি ওই তরুণী| শনিবার সকালে নির্যাতিতা তরুণীকে দেখতে জেলা হাসপাতালে যান নুহ পুলিশ সুপার নাজনিন ভাসিন| নির্যাতিতা তরুণীর সঙ্গে কথা বলার পর পুলিশ সুপার নাজনিন ভাসিন জানিয়েছেন, ‘নির্যাতিতা তরুণীর সঙ্গে কথা বলেছি, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল| মূল অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে| সমস্ত দিক খতিয়ে দেখার পর মামলা তদন্ত চলছে|’ এদিকে, রেওয়ারি গণধর্ষণ মামলায় বিস্তারিত তথ্য চেয়ে ডিজিপি হরিয়ানার-র কাছে চিঠি পাঠাল জাতীয় মহিলা কমিশন|
সাম্প্রতিককালের মধ্যে মর্মান্তিক ঘটনা| হরিয়ানায় গণধর্ষণের শিকার হয়েছেন সিবিএসই টপার ও রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত এক কলেজ ছাত্রী| নক্কারজনক এই ঘটনায় দেশজুড়ে হইচই পড়ে গিয়েছে| শুক্রবারই এডিজিপি অপারেশনস এ এস চাওলা জানিয়েছিলেন, এফআইআর দায়ের করা হয়েছে, এফআইআর-এর তিনজন অভিযুক্তের নাম রয়েছে| কেটে গিয়েছে দীর্ঘ সময়, অথচ এখনও পুলিশের নাগালের বাইরে অভিযুক্তরা| প্রসঙ্গত, স্কুলে থাকতেই পড়াশোনায় অভূতপূর্ব সাফল্যের জন্য রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিল ওই তরুণী| তাছাড়াও সিবিএসই বোর্ড পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছিল সে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *