BRAKING NEWS

আইআরসিটিসি দুর্নীতি মামলা : লালুর বিরুদ্ধে জারি প্রোডাকশন ওয়ারেন্ট

নয়াদিল্লি, ৩১ আগস্ট (হি.স.): ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (আইআরসিটিসি) দুর্নীতি মামলায় বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করল দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট| আগামী ৬ অক্টোবরের জন্য লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করা হয়েছে| আইআরসিটিসি দুর্নীতি মামলায় শুক্রবার সকালেই দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে অবস্থিত বিশেষ সিবিআই আদালতে হাজিরা দেন লালু-পত্নী রাবড়ী দেবী এবং তেজস্বী যাদব-সহ এই দুর্নীতি মামলার বাকি অভিযুক্তরা| আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবেরও হাজিরা দেওয়ার কথা ছিল, কিন্তু এদিন তিনি পাটিয়ালা হাউস কোর্টে হাজিরা দেননি| লালু এই মুহূর্তে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন| আর তাই এদিন পাটিয়ালা হাউস কোর্টে হাজিরা দেননি লালু|
এই পরিস্থিতিতে লালুর বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করার জন্য দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে অনুরোধ জানায় সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)| সিবিআই-এর আবেদন সম্মতি জানিয়ে, আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করেছে দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট| আগামী ৬ অক্টোবরের জন্য লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করা হয়েছে| প্রসঙ্গত, আইআরসিটিসি দুর্নীতি মামলায় দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে এদিন জামিন পেয়েছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ী দেবী এবং রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) নেতা তেজস্বী যাদব| শুধুমাত্র রাবড়ি দেবী এবং তেজস্বী যাদবই নন, আইআরসিটিসি দুর্নীতি মামলায় ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন সমস্ত অভিযুক্তই|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *