BRAKING NEWS

বাতিল জামিনের মেয়াদবৃদ্ধির আবেদন, লালুকে জেলে ফেরার নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ২৪ আগস্ট (হি.স.): বাতিল জামিনের মেয়াদবৃদ্ধির আবেদন| আগামী ৩০ আগস্টের মধ্যে পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় সাজাপ্রাপ্ত বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) সুপ্রিমো লালু প্রসাদ যাদবকে জেলে ফেরার নির্দেশ দিল ঝাড়খণ্ড হাইকোর্ট| শারীরিক অসুস্থতাজনিত কারণে এই মুহূর্তে মুম্বইয়ের এশিয়ান হার্ট ইন্সটিটিউট-এ চিকিত্সাধীন রয়েছেন আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব| চিকিত্সা জনিত কারণে (মডিক্যাল গ্রাউন্ড) আরও ৩ মাস জামিনের সময়সীমা বর্ধিত করার আবেদন করেছিলেন লালু প্রসাদ যাদব| কিন্তু, শুক্রবার লালু-র জামিনের সময়সীমা আরও ৩ মাস বর্ধিত করার আবেদন খারিজ করে দিয়েছে ঝাড়খণ্ড হাইকোর্ট| ঝাড়খণ্ড হাইকোর্ট পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় সাজাপ্রাপ্ত লালুকে নির্দেশ দিয়েছে, আগামী ৩০ আগস্টের মধ্যে আত্মসমর্পণ করতে হবে|
ঝাড়খণ্ড হাইকোর্টের নির্দেশের প্রেক্ষিতে লালু প্রসাদ যাদবের আইনজীবী প্রভাত কুমার জানিয়েছেন, ‘এখন রাঁচির রাজেন্দ্র ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (আরআইএমএস)-এ তাঁর (লালু প্রসাদ যাদব) চিকিত্সা হবে| মুম্বইয়ের এশিয়ান হার্ট ইন্সটিটিউট থেকে তাঁকে আরআইএমএস-এ আনা হবে|’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *