BRAKING NEWS

গৃহবধূর জুলন্ত মৃতদেহ উদ্ধার পানিসাগরে

নিজস্ব প্রতিনিধি চুরাইবাড়ি, ২১ আগস্ট৷৷ উত্তরের পানিসাগর মহকুমার দামছড়া থানা এলাকার নরেন্দ্র হালাম পাড়ায় ছয় কিলো অঞ্চলের বড় টিলা এলাকার পরিত্যক্ত জঙ্গলে একটি গাছে ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার মৃতদেহ হয়েছে৷ মৃতদেহটি দামছড়া ধানাধীন নরেন্দ্র হাল পাড়া গ্রাম পঞ্চায়েতের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা বিজয়া ত্রিপুরার (২৬) বলে জানা গেছে৷ মৃতার নিজ বাড়ি থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে এই ঘটনাটি ঘটেছে৷ গত ১৬ আগস্ট শুক্রবার সকাল থেকে নিখোঁজ ছিল বিজয়া ত্রিপুরা৷ সেই মর্মে গতকাল স্বামী বিনয় ত্রিপুরা স্ত্রী’র নামে দামছড়া থানায় একটি নির্খোজ ডায়েরি করেছিলেন৷ অবশেষে আজ ছয় কিলো অঞ্চলের পরিত্যক্ত জঙ্গলের একটি সেগুন গাছে ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পাওয়া যায় তাকে৷ খবর দেওয়া হয় দামছড়া থানাকে৷ দামছড়া থানা ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে পানিসাগর হাসপাতলের মর্গে নিয়ে আসে ময়না তদন্তের জন্য৷ তার সাথে দামছড়া থানা পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে৷ তবে পুলিশের প্রাথমিক ধারণা স্বামী-স্ত্রী’র মধ্যে বাক বিতণ্ডার কারণেই এই আত্মহত্যা৷ এদিকে মৃতার স্বামী বিনয় ত্রিপুরা জানিয়েছেন, দীর্ঘ ৭ বছর পূর্বে তাদের বিবাহ হয়৷ তাদের ঘরে পাঁচ বছরের একটি ফুটফুটে ছেলে সন্তান রয়েছে৷ দীর্ঘ আড়াই বছর যাবৎ স্ত্রী বিজয়া ত্রিপুরা মদ্যপান শুরু করেছিলেন৷ তা নিয়ে তাদের মধ্যে প্রায় ঝগড়া ঝাটি হতো৷ অবশেষে গত ১৬ আগস্ট শুক্রবার স্বামী ও পুত্রকে না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যান৷ তারপর স্ত্রী বিজয়া ত্রিপুরা ফোন জুগে স্বামীর বারবার বিভিন্ন জায়গার কথা বলে সেই জায়গা থেকে তাকে ঘরে নিয়ে যাবার জন্য ফোন করেন৷ কিন্তু স্বামী বিভিন্ন জঙ্গল খোঁজাখুঁজির পরও স্ত্রীকে পাননি৷ এমনকি একটা সময়ে স্ত্রী মোবাইল সুইচ অফ হয়ে পড়ে৷ ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়৷ অবশেষে আজ স্ত্রী’র ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়৷ তবে এটা হত্যা না আত্মহত্যা তা নিয়ে দ্বন্দ্বে পুলিশ৷ গোটা দামছড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *