BRAKING NEWS

আম আদমি পার্টি ছাড়লেন আশুতোষ

নয়াদিল্লি, ১৫ আগস্ট (হি.স.): আম আদমি পার্টি ছাড়লেন আশুতোষ। বুধবার সোশ্যাল মিডিয়ায় ট্যুইট  করে এমনই ঘোষণা  করেছেন তিনি।

ট্যুইট বার্তায় আশুতোষ লিখেছেন, প্রতিটি সফরের শেষ রয়েছে। আম আদমি পার্টির সঙ্গে আমরা সম্পর্ক খুব সুন্দর ও  ক্রান্তিময় ছিল। সেই সম্পর্কও শেষ হয়ে গেল। দল থেকে আমি ইস্তফা দিয়েছে।আশা করব আমার এই ইস্তফা  পত্র গ্রহণ  করা  হবে।

পাশাপাশি কেনও তিনি দল ছাড়লেন সেই প্রসঙ্গে কোনও সাংবাদিককে তিনি কোনও সাক্ষাৎকার দেবেন না। তার ব্যক্তিগত  সম্পর্ককে শ্রদ্ধা উচিত বলে দাবি করেছেন তিনি।

সাংবাদিকতা ছেড়ে দিয়ে রাজনীতিতে এসে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিতে যোগ দেন ২০১৪ সালে। সূত্রের  দাবি দলের  সঙ্গে মতানৈক্যের জেরেই আশুতোষ এই সিদ্ধান্ত নিয়েছে।

অন্যদিকে অরবিন্দ কেজরিওয়াল অশুতোষের ইস্তফাপত্র নিতে অস্বীকার করে পাল্টা ট্যুইট করে লিখেছেন, আমরা কি করে তোমরা পদত্যাগপত্র গ্রহণ করব? এই জীবনে তা আমরা স্বীকার করবনা। বর্ষীয়ান আম আদমি পার্টি নেতা  সঞ্জয় সিং  জানিয়েছেন,  আমরা তাকে দলে ফিরিয়ে আনার চেষ্টা করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *