BRAKING NEWS

অন্যের অ্যাকাউন্ট থেকে অনলাইনে মার্কেটিং, ধৃত উখড়ার ব্যাবসায়ীসহ ২

দুর্গাপুর, ১৪ আগস্ট (হি.স.): ফোন করে গ্রাহকে এটিএমের পাসওয়ার্ড নিয়ে অনলাইনে মার্কেটিংয়ের অভিযোগ চাঞ্চল্য ছড়াল পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে । উখড়া বাজার থেকে এক বস্ত্র ব্যাবসায়ী সহ দুজনকে গ্রেফতার করল দুর্গাপুর সাইবার শাখার পুলিশ। উদ্ধার হয়েছে ল্যাপটপ ও দুটি দামী মোবাইল। মঙ্গলবার ধৃতদের দুর্গাপুর আদালতে তোলা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ব্যাবসায়ী পঙ্কজ মুদী অন্ডালের উখড়ায় কাপড়ের দোকান রয়েছে। অন্যজন বিকাশ মন্ডল পান্ডবেশ্বরের বাসিন্দা। অনলাইন মার্কেটিংয়ে দক্ষ। ঘটনার অভিযোগে জানা গেছে, পঙ্কজ মুদী বিকাশের কাছে একটি ল্যাপটপ কেনে। সেখান থেকে তার সঙ্গে পরিচয়। ফোনের মাধ্যমে ব্যাঙ্ককর্তার পরিচয় দিয়ে গ্রাহকের এটিএম পাসওয়ার্ড জেনে নিত বিকাশ। তারপর ওটিজির মাধ্যমে বিভিন্ন শপিং মলে ও অনলাইনে জিনিসপত্র কিনত। বছর তিনেক ধরে উখড়াবাজারে প্ররতরনার রমরমা ব্যাবসা চালাছিল বলে অভিযোগ। সোমবার রাত্রে গোপন সুত্রে খবর পেয়ে দুর্গাপুর সাইবার শাখার পুলিশ আচমকা হানা দেয় তার ওই দোকানে। সেখানে হাতেনাতে ধরে ফেলে পঙ্কজ মুদী ও তার সহকর্মী বিকাশকে। তাদের কাছ থেকে একটি ল্যাপটপ ও দুটি মোবাইল বাজেয়াপ্ত করেছে পুলিশ। দুর্গাপুর থানার পুলিশ জানিয়েছে, বড় চক্র জড়িয়ে রয়েছে। এর জাল ছড়িয়ে রয়েছে ঝাড়খন্ডেও। এছাড়াও অনুমান বেশ কিছু অনলাইন ব্যাবসায়ীক সংস্থা জড়িত। তদন্ত শুরু হয়েছে।\” যদিও উখড়া চেম্বার অব কমার্সের সভাপতি মনোজ সারাফ জানান,\” পঙ্কজ অনলাইন ব্যাবসায় জড়িত নয়। বিকাশের কাছে বিল ছাড়া ল্যাপটপ কিনে ফেঁসে গেছে।\” মঙ্গলবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *