BRAKING NEWS

সোমনাথ চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকপ্রকাশ লোকসভার প্রাক্তন অধ্যক্ষা মীরা কুমারের

নয়াদিল্লি, ১৩ আগস্ট (হি.স.): লোকসভার প্রাক্তন অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায়ের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করলেন মীরা কুমার। আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে তিনি আর নেই বলে জানিয়েছেন তিনি।

লোকসভার ১০বার সাংসদ সোমনাথ চট্টোপাধ্যায়ের বাগ্মীতা ও রাজনৈতিক প্রজ্ঞার জন্য তিনি দলমত নির্বিশেষে সবার কাছেই জনপ্রিয় ছিলেন। ২০০৪ সালে প্রথম ইউপিএ সরকারের আমলে তিনি লোকসভার অধ্যক্ষের পদে বসেন। প্রথম বাঙালী হিসেবে তিনি এই নজির গড়েন। নিজের কার্যকালে লোকসভাকে তিনি নিরপেক্ষতার সঙ্গে চালনা করতেন। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করলেন লোকসভার প্রাক্তন অধ্যক্ষা মীরা কুমার। তিনি বলেন, আমি বিশ্বাসই করতে পারছি না যে তিনি আর নেই। আমি শুনেছিলান তিনি অসুস্থ ছিলেন। কিন্তু এটা যে ঘটবে তা ভাবিনি। অধ্যক্ষ হিসেবে তিনি যে চেয়ারটিতে বসতেন সেটায় পরবর্তী সময়ে বসতে পেরে নিজেকে ধন্য মনে করেছি। তিনি একজন অনবদ্য মানুষ ছিলেন।

প্রসঙ্গত, সোমবার সকাল ৮টা ১৫মিনিট নাগাদ দক্ষিণ কলকাতার একটি বেসরকারী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সোনাথ চট্টোপাধ্যায়। ২০০৪ থেকে ২০০৯ পর্যন্ত লোকসভার অধ্যক্ষ ছিলেন তিনি। এরপর লোকসভার অধ্যক্ষা হন মীরা কুমার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *