BRAKING NEWS

ফের নীরবতা ভাঙলেন নীতীশ, বিস্তারিত রিপোর্ট তলব পাটনা হাইকোর্টের

পাটনা, ৬ আগস্ট (হি.স.): বিহারের মুজাফফরপুরে শেল্টার হোমে ধর্ষণের ঘটনা নিয়ে কিছুদিন আগেই নীরবতা ভেঙে ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার| হোমের ঘটনাকে লজ্জাজনক আখ্যা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী| আবারও নীরবতা ভাঙলেন নীতীশ কুমার| মুজাফফরপুর শেল্টার হোম মামলার প্রেক্ষিতে নীতীশ কুমার সোমবার জানিয়েছেন, ‘এই মামলার তদন্তভার সিবিআই-এর হাতে এবং সিবিআই-এর তদন্তের গতিপ্রকৃতি মনিটারিং করবে হাইকোর্ট|’ একাধিকবার ওই শেল্টার হোমে যাওয়ার অভিযোগ উঠেছে বিহারের মন্ত্রী মঞ্জু ভর্মা স্বামীর বিরুদ্ধে| এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বলেছেন, ‘কোনও অপরাধীই ছাড় পাবেন না| আমরা তাঁকে ডেকেছিলাম (মঞ্জু ভর্মা) এবং তিনি জড়িত থাকার কথা অস্বীকার করেছেন|’ মুজাফফরপুর শেল্টার হোম ধর্ষণ মামলায় এই মুহূর্তে উত্তাল বিহারের রাজনীতি| এমতাবস্থায় সমস্ত জেলা ম্যাজিস্ট্রেটকে শিশু এবং মহিলা শেল্টার হোমগুলির বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার|
এদিকে, শেল্টার হোম মামলায় সিবিআই এবং বিহার সরকারের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট চাইল পাটনা হাইকোর্ট| পাটনা হাইকোর্টের অ্যাডভোকেট জেনারেল ললিত কিশোর জানিয়েছেন, বিস্তারিত রিপোর্ট তৈরি করার জন্য সিবিআই-কে দু’সপ্তাহ সময় দিয়েছে পাটনা হাইকোর্ট|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *