BRAKING NEWS

সালেমার হালহালীতে কৃষক বন্ধু কেন্দ্রের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ৩ আগস্ট ৷৷ সালেমা কৃষি মহকুমার হালহালী কৃষি সেক্টর অফিসে আজ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কৃষক বন্ধু কেন্দ্রের উদ্বোধন করা হয়৷ কৃষি মন্ত্রী প্রণজিৎ সিংহরায় এই কৃষক বন্ধু কেন্দ্রের উদ্বোধন করেন৷ উদ্বোধনী ভাষণে কৃষি মন্ত্রী বলেন, বর্তমান সরকার রাজ্যের কৃষি ব্যবস্থাকে উন্নত করতে চাইছে৷ কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে৷ তিনি বলেন, কৃষির উন্নতি হলেই রাজ্যের উন্নতি হবে৷ কৃষির উন্নতিতে বৈজ্ঞানিক পদ্ধতির প্রয়োগ ও জলসেচ ব্যবস্থার উন্নয়নে বর্তমান সরকার বিশেষ জোর দিয়েছে৷ তিনি আরও বলেন, রাজ্যে প্রায় ২ লক্ষ হেক্টর অনাবাদী জমি রয়েছে৷ সরকার এই জমিগুলিকে কৃষিযোগ্য করার মধ্য দিয়ে রাজ্যের আর্থিক ব্যবস্থাকে পরিবর্তন করতে চায়৷ রাজ্যের কৃষকদের উন্নতির জন্য জৈব উপায়ে চাষাবাদ, খাদ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র স্থাপন, রাইস মিলের উন্নতিকরণ প্রভৃতির জন্য লক্ষ্য রেখে কাজ করছে৷
অনুষ্ঠানের প্রধান অতিথি খাদ্য ও জনসংভরণ দপ্তরের মন্ত্রী মনোজ কান্তি দেব বলেন, ত্রিপুরার রেশনিং ব্যবস্থায় চালের যোগানের জন্য এফ সি আই প্রতি বছর বহিঃরাজ্যগুলি থেকে ৬০০ কোটি টাকার চাল কেনে৷ রাজ্য সরকার চাইছে আগামী বছর থেকে এই চাল যেন রাজ্যের কৃষকদের থেকে কেনা হয়৷ এর ফলে রাজ্যের কৃষকরা লাভবান হবেন৷
কৃষি অধিকর্তা দেবপ্রসাদ সরকার বলেন, রাজ্যে মোট ৩৬টি কৃষক বন্ধু কেন্দ্র খোলা হবে৷ হালহালীর এই কেন্দ্রটি রাজ্যের ৪থতম এবং ধলাই জেলার মধ্যে ১ম কৃষক বন্ধু কেন্দ্র৷ স্বাগত ভাষণে সালেমা কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক সুব্রত দাস বলেন, এই কৃষক বন্ধু কেন্দ্রে এক সাথে ৩০ জন কৃষককে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া যাবে৷ এর মাধ্যমে কৃষকরা সার, বীজ, যন্ত্রপাতির মূল্য ও ভর্তুকি, বাজারের খবর, প্রতি সপ্তাহের আবহাওয়ার খবর, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কৃষি প্রকল্প, কৃষি, ঋণ, ফলসের বিভিন্ন রোগের কারণ ও প্রতিকার, ক্ষতিকারক কীটপতঙ্গ চেনা সহ মাটি পরীক্ষাও করানো যাবে৷ এখানে সব সময় থাকবেন অভিজ্ঞ কৃষি আধিকারিক৷
অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী প্রশান্ত সিনহা ও সুনীল দাস৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিধায়ক আশিস দাস৷ এছাড়া, এদিন ৩টি পাওয়ারটিলার, ১০টি পাম্পসেট ও ১০টি পাওয়ার স্প্রে মেশিন সুবিধাভোগীদের মধ্যে বিতরণ করা হয়৷ কৃষি কল্যাণ অভিযানে এইগুলি দেওয়া হয়েছে৷ অনুষ্ঠানের অতিথিগণ এই কৃষি যন্ত্রপাতি সুবিধাভোগী কৃষকদের হাতে তুলে দেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *