BRAKING NEWS

আবারও প্রকাশ্যে গণপিটুনির ঘটনা, হরিয়ানায় গোরু চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

পালওয়াল (হরিয়ানা), ৪ আগস্ট (হি.স.): গণপিটুনি নিয়ে এমনিতেই উত্তাল জাতীয় রাজনীতি| এমতাবস্থায় আবারও প্রকাশ্যে এল গণপিটুনির ঘটনা| এবার ঘটনাস্থল দিল্লি থেকে মাত্রা ৮০ কিলোমিটার দূরে হরিয়ানার পালওয়াল জেলা| ২ এবং ৩ আগস্ট রাতের মাঝামাঝি সময়ে পালওয়ালের বেহরোলা গ্রামে গোরু চোর সন্দেহে বেধড়ক মারধর করা হয় এক যুবককে| উন্মত্ত গ্রামবাসীর এলোপাথাড়ি প্রহারে মৃত্যু হয় ওই যুবকের| মৃত যুবকের নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি| চাঞ্চল্যকর এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ|
গণপিটুনির ঘটনায় কিছুদিন আগেই উত্তাল হয় জাতীয় রাজনীতি| সংসদে বিবৃতিতে দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছিলেন, গণপিটুনির ঘটনা রুখতে হলে রাজ্য সরকার গুলিকে আরও সদর্থক ভূমিকা গ্রহণ করতে হবে| স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতির পরও গণপিটুনির ঘটনা অব্যাহত| পালওয়ালের বেহরোলা গ্রামে গোরু চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হল এক যুবককে| পালওয়ালের এসপি ওয়াসিম আক্রম জানিয়েছেন, ২ এবং ৩ আগস্ট রাতের মাঝামাঝি সময় পালওয়ালের বেহরোলা গ্রামে গোরু চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয় এক যুবককে| পালিয়ে যেতে সক্ষম হয় আরও দু’জন| এই ঘটনার তদন্ত শুরু হয়েছে| পুলিশের ওই কর্তা আরও জানিয়েছেন, গণপিটুনির ঘটনায় জড়িত তিন ভাই| ইতিমধ্যে রাম কিশেন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে| পুলিশ সূত্রের খবর, রাতের অন্ধকারে গ্রামের এক খাটালের সামনে তিন যুবককে দেখা যায়| গোরু চোর সন্দেহে হইচই শুরু করে দেন গ্রামবাসীরা| এরই মধ্যে দুই যুবক পালিয়ে গেলেও, ২৫ বছর বয়সি এক যুবক ধরা পড়ে যায়| শুরু হয় গণধোলাই, বেধড়ক মারধরের জেরে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে ওই যুবক| পরে তাঁর মৃত্যু হয়| মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *