BRAKING NEWS

রাজ্যে আরও ২ দিন বৃষ্টির পূর্বাভাস

কলকাতা, ২ আগস্ট (হি.স.): রাজ্যে আরও ২ দিন বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর । গভীর নিম্নচাপ, মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবেই বৃষ্টি চলবে । দার্জিলিং, কালিম্পং সহ উত্তরবঙ্গের পাঁচ জেলা এবং দক্ষিণবঙ্গের বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা । বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও বর্ধমানে কয়েক পশলা ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ।

গত ২৪ ঘণ্টায় শুধু কলকাতাতেই বৃষ্টি হয়েছে ২২ দশমিক ৮ মিলিমিটার । অন্যদিকে দার্জিলিং-এ বৃষ্টি হয়েছে ৫৯ মিলিমিটার । দমদমে ১০৬ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে । আবহাওয়াবিদরা জানাচ্ছেন উত্তরপ্রদেশ থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত যে নিম্নচাপ অক্ষরেখা ছিল তা এখনও বর্তমান রয়েছে । উপস্থিত রয়েছে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত ঘুর্ণাবর্তও । পাশাপাশি রাজ্যের উপরে সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা । এর জেরেই সতর্কতা রয়েছে ভারী থেকে অতিভারী বর্ষণের ।

শুক্রবারও কলকাতার আকাশ থাকবে প্রধানত মেঘলা । রাজ্যে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে পতিবার অবশ্য কলকাতার আকাশ ছিল মেঘলা । আবহাওয়াবিদরা জানান, এদিন রাজ্যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রী কম । সর্বনিম্ন,২৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিকের থেকে ১ ডিক্রি কম । বাতাসে অপেক্ষিক আদ্রর্তার পরিমাণ ছিল সর্বোচ্চ ৯২ শতাংশ । সর্বনিম্ন,৮৫ শতাংশ । গত চব্বিশ ঘন্টায় কলকাতা ও পাশ্ববর্তী অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে ২২ দশমিক ৮ মিলিমিটার ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *