BRAKING NEWS

মমতার অভিযোগের জবাব দিলীপের কথায়

কলকাতা, ২ আগস্ট (হি.স.) : শিলচর বিমানবন্দরে তৃণমূলের প্রতিনিধদলকে আটকানো নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট বিরোধিতা করলেন বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ| মমতার বক্তব্য, \”বিজেপি রাজনৈতিকভাবে হতাশাগ্রস্ত হয়ে উঠছে, তাই পেশিশক্তির আস্ফালন দেখা যাচ্ছে ওদের মধ্যে।\” অন্যদিকে, দিলীপবাবুর দাবি, অসমে যা করেছে পুলিশ, ঠিক করেছে|

এনআরসি-র বিরোধিতা করে তার প্রতিবাদ জানাতে আজ অসমে যায় তৃণমূলের আট সদস্যের একটি দল। অভিযোগ, বিমান থেকে নামার সঙ্গে সঙ্গে তাদের আটকানো হয়। হেনস্থাও করা হয়। দিল্লি থেকে ফিরে দমদম বিমানবন্দরে এই বিষয়ে নিজের ক্ষোভপ্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওরা অত্যাচার করেছে মেয়েদের উপর, ভারতবর্ষে সুপার ইমারজেন্সি চলছে| আমি অসম পুলিশের ভূমিকার নিন্দা করি|

রাজ্যপালের সঙ্গে দেখা করে রাজভবন থেকে বেড়িয়ে দিলীপ ঘোষ এ ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন| তিনি বলেন, “ওই প্রতিনিধিদের মোবাইল ফোন নাকি কেড়ে নেওয়া হয়েছিল| কিন্তু আমার কাছে খবর, ওই ছবি ওরাই পাঠিয়েছেন| ওরা বলছে, ওদের সঙ্গে ওখানে পুলিশ মারপিট করেছে | অথচ, মারপিটের কোনও চিহ্ন দেখছি না | মহিলা পুলিশ সম্মানের সঙ্গে ওদের আটকেছে |”

মমতা অভিযোগ করেছেন, বিজেপি রাজনৈতিকভাবে হতাশাগ্রস্ত হয়ে উঠছে, তাই পেশিশক্তির আস্ফালন দেখা যাচ্ছে ওরা কে ভাই ? কারা ? লোকে চেনে না, জানে না। কয়েকজন দুষ্কৃতী বেরিয়ে দাঙ্গা করে | এ ব্যাপারে দিলিপবাবু বলেন, “ওদের কেউ কেউ নাটক করছেন| এ সবের জন্য় শিলচরে যাওয়ার দরকার ছিল না| এখানেও ওরা এ রকম করেন| ভুল খবর প্রচার করে উত্তেজনা ছড়াতে, দাঙ্গা বাঁধাতে চাইছেন |”

মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসের পরও হেনস্থা, কোন রুলে ঢুকতে দেওয়া হল না সাংসদদের? দিলীপবাবু সাংবাদিকদের বলেন, যারা মুখে গনতন্ত্রের কথা বলছেন, এ রকম বলার এক্তিয়ার তাঁদের নেই| আমি দু’জন সংসদ নিয়ে ধুলাগ্র গিয়েছিলাম| আমাদের যেতে দেওয়া হয় নি| রাস্তায় বসেছিলাম| বাদুরিয়ায় রুপা গঙ্গোপাধ্যায় ও তাঁর সঙ্গে যাঁরা গিয়েছিলেন, তাঁদের আটকে দেওয়া হয়েছিল| সেখানে ওরা কী করে আশা করেন, ওদের ঢুকতে দেওয়া হবে?”

মমতা অভিযোগ করেছেন, তৃণমূল সাংসদরা শিলচরে মানুষের সঙ্গে দেখা করতে গিয়েছিলে| কেন ১৪৪ ধারা জারি হল? এর সুরে সাংবাদিকদের প্রশ্ন ছিল, দায়িত্বশীল একটা দলের প্রতিনিধিদের এভাবে আটকানোর যৌক্তিক্তা কোথায়? আপনি এই আটকানো সমর্থন করেন? দিলীপবাবু বলেন, “দায়িত্বশীল নয়, আমি ওদের দায়িত্বজ্ঞানহীন দল বলে মনে করি| ১০০ বার সমর্থন করি এই আটকানো| যারা মুখোশ পড়ে থাকে, তাদের মুখোশ খুলবে| ভোট ব্যাঙ্কের রাজনীতির দিন শেষ হয়ে গিয়েছে|”

মমতা অভিযোগ করেছেন, আইন আমাকে শেখাবে না| অসমের মানুষ প্যানিকে আছে| দিলীপবাবু সাংবাদিকদের বলেন, “বিজেপি নিজে থেকে এনআরসি করেনি| মহামান্য সুপ্রিম কোর্টে কেউ একজন এ নিয়ে মামলা করেছিলেন|রাজীব গান্ধীর আমলে কাজ শুরু হয়েছিল| ১ লক্ষ কর্মী অনেক দিন ধরে এ নিয়ে কাজ করেছেন| ৯০০ কোটি টাকা খরচ হয়েছে| কাউকে বার করা হয়নি| গ্রেফতার করা হয়নি| সেপ্টেম্বর পর্যন্ত সময় আছে নাম তোলার| মমতা চান একটা গৃহযুদ্ধ হোক|”

এ দিন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ও বলেন, ওদের আটকে দেওয়ায় ভাল| অন্য় কোনও জায়গায় যেন ঢুকতে না দেওয়া হয়|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *