BRAKING NEWS

গান্ধী পরিবারের চার প্রজন্মের কেউ কখনও মন্দিরে যাননি, অভিযোগ যোগী আদিত্যনাথের

লখনউ, ২৪ জুন (হি.স.) : গান্ধী পরিবারের চার প্রজন্ম ধরে কেউ কখনও মন্দিরে যাননি৷ শুধু তাই নয়, তাঁরা পৈতেও ধারণ করেননি৷ রবিবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ভাষাতেই আক্রমণ করলেন গান্ধী পরিবারকে৷ কনৌজে এক অনুষ্ঠানে এসে বক্তব্য রাখার সময় এই বক্তব্য তুলে ধরেন৷ আদিত্যনাথের অভিযোগ মন্দিরে যাওয়ার জন্য নাটক করেন রাহুল৷ তাঁর মন্দিরে যাওয়া একটা রাজনৈতিক গিমিক ছাড়া আর কিছু নয়৷ তাঁর আরও মন্তব্য ভোট কাছে এলেই মন্দির আর দেবতাকে মনে পড়ে কংগ্রেস সভাপতির৷ অর্থাৎ মন্দিরে তিনি যান শুধু নিজের স্বার্থ সিদ্ধির জন্য৷ ভোটে জেতার প্রার্থনা করতেই তাঁর মন্দিরে পা পড়ে৷ পুরোটাই রাজনীতির খেলা৷
এদিন আদিত্যনাথ অারও বলেন, শুধু রাহুল গান্ধী নন, তাঁর চার প্রজন্মও মন্দিরে যায়নি, পৈতে পড়েনি৷ এসব তখনই তাঁরা করেন, যখন নির্বাচন শিয়রে৷ পুরোটাই লোক দেখানো বলে মন্তব্য করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী৷ তাঁর আরও অভিযোগ, ধর্মপ্রাণ হিন্দু নিজের প্রার্থনার সময় কখনই লোক দেখিয়ে, প্রচার করে মন্দিরে যায় না, যেটা রাহুল গান্ধী করে থাকেন৷ রাহুল গান্ধীর এই নাটক মানুষ বোঝেন৷ বেশিদিন এটা চলবে না৷ এই প্রসঙ্গে দলিত ইস্যুও তুলে এনেছেন মুখ্যমন্ত্রী ৷ কেন কংগ্রেস দলিতদের হয়ে কথা বলবে না, বা বলে না, সেই প্রশ্ন এদিন করেছেন মুখ্যমন্ত্রী৷ দলিতদের সংরক্ষণের ব্যাপারে কখনও কংগ্রেস কথা বলে না বলে অভিযোগ করেছেন তিনি৷
এরআগে, রাহুল গান্ধীকে লক্ষ্য করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন জনগণ তাঁর আবেদনকেই ছুঁড়ে ফেলে দেবে। উত্তরপ্রদেশে উপনির্বাচনে ভোট দিতে গিয়ে এই মন্তব্য করেন যোগী আদিত্যনাথ। তিনি রাহুল গান্ধীকে নেতিবাচক চিন্তাধারার ব্যক্তি বলেও আখ্যা দেন। যোগী বলেন, ‘জনগণ রাহুল গান্ধীর আবেদনকে ছুঁড়ে ফেলে দেবে। তিনি যেখানেই যাবে কংগ্রেস দলের ক্ষতি করবেন কারণ তিনি নেতিবাচক চিন্তাভাবনা নিয়ে কাজ করেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *