BRAKING NEWS

ভারতের সবচেয়ে কঠোর পরিশ্রমী প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদী : অমিত শাহ

নয়াদিল্লি, ২৬ মে (হি.স.): দেখতে দেখতে পার বছর চার| ২০১৬ সালের ২৬ মে, ভারতের ১৪ তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে আচ্ছে দিনের স্বপ্ন দেখিয়েছিলেন নরেন্দ্র মোদী| দেখতে দেখতে অতিক্রান্ত হল দীর্ঘ চার বছর| বিরোধীদের মতে, মোদী সরকারের নেতৃত্বাধীন বিগত চার বছর ছিল ‘হতাশাজনক’| কিন্তু, গেরুয়া শিবিরের বার্তা, ‘ভারতের সবচেয়ে কঠোর পরিশ্রমী প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদী’| মোদী সরকারের চার বছর পূর্তি উপলক্ষ্যে শনিবার সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ| সাংবাদিক সম্মেলন করে অমিত শাহ বলেছেন, ‘দেশবাসীকে সবচেয়ে কঠোর পরিশ্রমী প্রধানমন্ত্রী প্রদান করেছে ভারতীয় জনতা পার্টি| নরেন্দ্র মোদী হলেন সবচেয়ে কঠোর পরিশ্রমী প্রধানমন্ত্রী এবং বিশ্বের জনপ্রিয় নেতাদের মধ্যে একজন| মোদী হলেন একজন প্রধানমন্ত্রী, যিনি দৈনিক ১৫-১৮ ঘন্টা কাজ করে থাকেন| আমরা গর্বিত, কারণ এমন একজন প্রধানমন্ত্রী ভারতীয় জনতা পার্টির নেতা|’
বিগত চার বছরে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে বহুবার আক্রমণ করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী| মোদী সরকারের চার বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত সাংবাদিক সম্মেলনে রাহুলকেও কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ| সোনিয়া পুত্র রাহুল গান্ধীকে খোঁচা দিয়ে অমিত শাহ বলেছেন, ‘রাহুল গান্ধীর কাছ থেকে কি আর আশা করা যেতে পারে? তিনি বিরোধী শিবিরে আছেন, তাঁকে ওই কাজই করতে হবে|’ সীমান্ত সমস্যা এবং জঙ্গি হামলা প্রসঙ্গেও এদিন বক্তব্য রেখেছেন অমিত শাহ| বিজেপির সর্বভারতীয় সভাপতির কথায়, ‘সীমান্তের নিরাপত্তার বিষয়ে আমাদের সহনশীলতা একেবারে শুন্য| বিজেপি নেতৃত্বাধীন সরকারের আমলেই সর্বাধিক জঙ্গি খতম হয়েছে|’
গত কয়েকদিন ধরে পেট্রোল-ডিজেলের দাম বেড়েই চলেছে| মোদী সরকারের বিরোধিতায় সরব কংগ্রেস, তৃণমূল সহ প্রায় সমস্ত রাজনৈতিক দলই| পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি প্রসঙ্গে এদিন অমিত শাহ বলেছেন, ‘পেট্রোল-ডিজেলের বর্তমান মূল্য, কংগ্রেস সরকারের তিন বছরের সরকারের মতোই| এ বিষয়ে ভাবনা চিন্তা করছে সরকার এবং এই সমস্যার দীর্ঘমেয়াদী সমাধানের চেষ্টা করা হবে|’ এছাড়াও এনডিএ জোট প্রসঙ্গে এদিন বক্তব্য রেখেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ| অমিতের বার্তা, ‘এনডিএ থেকে টিডিপি (তেলুগু দেশম পার্টি) বেরিয়ে গিয়েছে, কিন্তু, নীতীশজি এসেছেন| ২০১৪ সালের পর থেকে এযাবত্ ১১টি দল এনডিএ-র অংশ হয়েছে| এনডিএ-এর পরিবার বেড়েছে, কমেনি| শুধুমাত্র চন্দ্রবাবুজি (অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু) বেরিয়েছেন|’
উল্লেখ্য, মিনিমাম গর্ভমেন্ট এবং ম্যাক্সিমাম গভর্নেন্স, ২০১৪ সালের লোকসভা নির্বাচনে এই স্লোগানেই বাজিমাত করেছিলেন নরেন্দ্র মোদী| দেখতে দেখতে অতিক্রান্ত হল চারটি বছর| চার বছর অতিক্রান্ত হয়ে এবার পাঁচে পা দিল মোদী সরকার| সেই অর্থে আসন্ন লোকসভা নির্বাচনের আর এক বছরও বাকি নেই|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *