BRAKING NEWS

তীব্র আক্রমণ মানিক সরকারের, অর্থনৈতিক আক্রমণে বিধবস্ত রাজ্য, সরকার ব্যস্ত পার্টি অফিস ভাঙার খেলাতেই

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া / সাব্রুম, ২৪ মে৷৷ অর্থনৈতিক আক্রমনে বিধবস্ত রাজ্য৷ অথচ রাজ্য সরকার ব্যস্ত পার্টি ভাঙার খেলাতেই ব্যস্ত৷ শুধুই

সাব্রুমে পার্টি অফিসের ভগ্ণাংশ দেখছেন সিপিএম পলিটব্যুরো সদস্য তথা বিরোধী দলনেতা মানিক সরকার৷ নিজস্ব ছবি৷

ক্ষমতার অপব্যবহার করা হচ্ছে৷ বৃহস্পতিবার বিলোনিয়া পার্টি অফিস ভেঙে গুড়িয়ে দেওয়ার পর তা দেখতে গিয়ে এইভাবেই রাজ্য সরকারকে বিঁধেছেন সিপিএম পলিটব্যুরো সদস্য তথা বিরোধী দলনেতা মানিক সরকার৷ তাঁর কথায়, শুধু পার্টি অফিস ভাঙচুর করা হচ্ছে না৷ এই ভাঙচুরের কারণেই বহু নিরীহ ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হচ্ছেন৷ এর বিরুদ্ধে চুপ থাকবে না সিপিএম৷ আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে৷

বিলোনিয়ায় সিট্যুর অফিসটি গুড়িয়ে দেয় মহকুমা শাসক৷ দখলকৃত জমির উপর এই অফিসটি গড়ে উঠেছে, তাই ভেঙে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিলোনিয়া মহকুমা শাসক৷ কিন্তু এই অফিস ভাঙচুর করতে গিয়ে ত্রিতল ভবনটিতে যে দোকানপাটগুলি রয়েছিল সেগুলিও ভেঙে গুড়িয়ে দেওয়া হয়৷

সাব্রুমেও সিপিএম পার্টি অফিস গুড়িয়ে দিয়েছে প্রশাসন৷ দখলকৃত জমির ওপর ওই পার্টি অফিসটি গড়ে উঠেছিল তাই ভাঙা হয়েছে বলে জানিয়েছেন মহকুমা শাসক৷ এদিন, বিরোধী দলনেতা মানিক সরকার, বিরোধী উপনেতা বাদল চৌধুরী এবং সিপিএম নেতৃবৃন্দরা বিলোনিয়া ও সাব্রুম সফর করেন৷ ভাঙা পার্টি অফিসগুলি ঘুরে দেখেন৷ বিরোধী দলনেতা বিলোনিয়ায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, সিআইটিইউ অফিসটি দখলকৃত জমিতে যদি গড়ে উঠে থাকে তাহলে আমরা সরে যেতে প্রস্তুত ছিলাম৷ কিন্তু কিছুটা সময় দেওয়ার উচিত ছিল৷ মানিক সরকারের কথায়, প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছিল ওই ত্রিতল ভবনের নিচুতলায় যে দোকানগুলি রয়েছে তাদের যেন তুলে না দেওয়া হয়৷ কারণ, ওই দোকানের ওপরই তাদের রুজি রুটি নির্ভর ছিল৷ কিন্তু প্রশাসন এই অনুরোধ রাখেনি৷ দোকানপাটগুলিও ভেঙে দেওয়া হয়েছে৷

মানিক সরকার এদিন ক্ষোভের সুরে বলেন, সারা রাজ্যে রাজনৈতিক দলগুলির অফিসঘর ভেঙে দেওয়া ছাড়া রাজ্য সরকারের আর কোন কাজ নেই বলেই মনে হচ্ছে৷ তাঁর কথায়, রাজ্য সরকার ক্ষমতার অপব্যবহার করছে৷ সারা রাজ্যে যে কঠিন পরিস্থিতি দেখা দিয়েছে সেই দিকে নজর দেওয়ার বদলে রাজ্য সরকার পার্টি অফিস ভাঙচুরকে গুরুত্ব দিচ্ছে৷ এর তীব্র সমালোচনা করে মানিক সরকার বলেন, রাজনৈতিক উদ্দেশ্যেই পার্টি অফিসগুলি ভাঙা হচ্ছে৷ এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে সিপিএম৷ আইনী পথেও হাঁটবে দল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *