BRAKING NEWS

নেডা-র বৈঠকে আজ গুয়াহাটি আসবেন অমিত, রাজ্যের জোটের মন্ত্রি-বিধায়করাও যোগ দেবেন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মে৷৷ নর্থ-ইস্ট ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (নেডা)-এর বৈঠকে যোগ দিতে রবিবার গুয়াহাটি আসছেন ভারতীয় জনতা পাটি (বিজেপি)-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ এদিকে, রাজ্যের বিজেপি-আইপিএফটি জোটের মন্ত্রি-বিধায়করারও ওই বৈঠকে যোগ দেবেন৷

এদিন সকালে গুয়াহাটি বিমানবন্দরে তিনি অবতরণ করবেন৷ তাঁর সঙ্গে আসবেন দলের আরও কয়েকজন সর্বভারতীয় নেতা৷ এই তথ্য দিয়েছেন অসমের মন্ত্রী তথা নেডা-র আহ্বায়ক ড হিমন্তবিশ্ব শর্মা৷ নেডা আহ্বায়ক শর্মা জানান, আগামীকালের বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে উত্তর-পূর্বাঞ্চলের সাত মুখ্যমন্ত্রীকে৷ ইতিমধ্যে ছয় মুখ্যমন্ত্রী বৈঠকে যোগ দেবেন বলে নিশ্চিত করেছেন বলে জানিয়েছেন ড সর্মা৷ এছাড়া উপস্থিত থাকবেন কয়েকজন উপ-মুখ্যমন্ত্রী এবং নেডাভুক্ত বিভিন্ন দলের নেতৃবর্গ৷ প্রসঙ্গত, আগামীকাল অনুষ্ঠেয় নেডা-র তৃতীয় বৈঠক৷

শনিবারই নেডার বৈঠকে রওয়ানা দিয়েছেন রাজ্যের বিজেপি-আইপিএফটি মন্ত্রি ও বিধায়করা৷ মুখ্যমন্ত্রী সহ বিজেপির ৪ মন্ত্রি এদিন গুয়াহাটি গিয়েছেন৷ শিক্ষা তথা আইনমন্ত্রী রতন লাল ওই বৈঠকে যাননি৷ তাঁকে রাজ্যের প্রশাসনিক সমস্ত কিছু দেখাশোনার দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ বিজেপির বিধাকয়দের অধিকাংশই গিয়েছেন বলে জানা গেছে৷ এদিকে, আইপিএফটির দুই মন্ত্রি সহ বাকি বিধায়ক এবং কয়েকজন নেতা-নেত্রীও ওই বৈঠকে যোগ দিতে গিয়েছেন৷ আইপিএফপি সূত্রে খবর, বিজেপি সর্বভারতীয় সভাপতির সাথে তাঁদের পৃথকভাবে বৈঠক হবে৷

মূলত, ওই বৈঠকে ২০১৯ লোকসভা নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হবে৷

এদিকে নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধাচরণ করে আগামীকাল বিজেপি-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে কৃষক মুক্তি সংগ্রাম সমিতির নেতা অখিল গগৈ তাঁর অনুগামীদের নিয়ে কালো পতাকা দেখিয়ে প্রতিবাদ প্রদর্শন করবেন৷ এ ব্যাপারে মন্ত্রীর প্রতিক্রিয়া জানতে চাইলে বলেন, তা তাঁরা করতেই পারেন৷ বিষয়টি যেহেতু আইন-শৃঙ্খলাজনিত, তাই তা পুলিশ প্রশাসনকে দেখতে হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *