BRAKING NEWS

পক্ষপাতদুষ্ট হয়ে কাজ করছে মোদী সরকার, কর্নাটকে আক্রমণ সোনিয়া গান্ধীর

বিজাপুর (কর্নাটক), ৮ মে (হি.স.): প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের পর এবার প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী| সোমবার বেঙ্গালুরুতে সাংবাদিক সম্মেলন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় সরকারকে তুলোধনা করেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং| আর মঙ্গলবার কর্নাটকের বিজাপুরে নির্বাচনী জনসভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মোদী সরকারকে ঠুঁকলেন ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী| আগামী ১২ মে কর্নাটক বিধানসভা নির্বাচন| আর মাত্র চার দিনের অপেক্ষা, এমতাবস্থায় কর্নাটক বিধানসভা নির্বাচনের প্রচারে ময়দানে নেমে পড়লেন প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী|
মঙ্গলবার কর্নাটকের বিজাপুরে নির্বাচনী জনসভা থেকে মোদী সরকারকে একহাত নিয়ে সোনিয়া গান্ধী বলেছেন, ‘কর্নাটকের উন্নয়নের জন্য কাজ করেছে কংগ্রেস| কিন্তু, বর্তমান কেন্দ্রীয় সরকার পক্ষপাতদুষ্ট হয়ে কাজ করছে, এ বিষয়ে আপনাদের অবগত হওয়া উচিত| কর্নাটককে দেশের এক নম্বর রাজ্যে উন্নীত করেছে কংগ্রেসই এবং জনসাধারণের জন্য বহু প্রকল্প শুরু করেছে কংগ্রেস|’ এরপরই কৃষকদের উদ্দেশ্যে সোনিয়া গান্ধী বলেছেন, ‘খরার কারণে কর্নাটকের কৃষকরা যথেষ্ট কষ্টে রয়েছেন| আপনাদের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এই ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ করতে চেয়েছিলেন, কিন্তু তা প্রত্যাখ্যান করা হয়| এই ভাবে তিনি শুধুমাত্র কৃষকদের নন, গোটা কর্নাটক রাজ্যকে অপমান করেছেন| খরা কবলিত প্রতিটি রাজ্যকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল, কিন্তু কর্নাটককে দেওয়া হয়েছিল সামান্য মাত্র| প্রধানমন্ত্রীর কাছে জানতে চাই, এটাই কি আপনার ‘সবকা-সাথ, সবকা-বিকাশ?’
এরপরই প্রধানমন্ত্রীকে খোঁচা দিয়ে ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী বলেছেন, ‘মোদী জী একজন খুব ভালো বক্তা, এ বিষয়ে আমিও একমত| তিনি একজন অভিনেতার মতো কথা বলেন| আমি খুশি হব যদি ওঁনার ভাষণ দেশের ক্ষুধা শেষ করতে পারে, কিন্তু বক্তৃতা দিলে পেট ভরে না| পেট ভরার জন্য খাবারের প্রয়োজন হয়|’ উল্লেখ্য, কর্নাটক বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ হবে একটি পর্বে| আগামী ১২ মে কর্নাটক বিধানসভার ২২৪টি আসনে ভোটগ্রহণ হবে| ভোটগণনা হবে ১৫ মে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *