BRAKING NEWS

আমাদের দেশের মুসলিম সম্প্রদায় রাম মন্দির ধ্বংস করেনি : মোহন ভগবত

মুম্বই, ১৬ এপ্রিল (হি.স.) : আমাদের দেশের মুসলিম সম্প্রদায় রাম মন্দির ধ্বংস করেনি| কারণ ভারতীয় নাগরিকরা এই নিম্নমানের কাজ কখনই করতে পারে না| এমনটাই মনে করেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ(আরএসএস)-এর সরসঙ্ঘচালক মোহন ভগবত |
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ(আরএসএস)-এর সরসঙ্ঘচালক মোহন ভগবত বলেছেন, ‘যদি আমাদের দেশে পুনরায় রামমন্দির নির্মান না হয়, তাহলে আমাদের সংস্কৃতি সমূলে বিনাশ হয়ে যাবে’| রবিবার মুম্বাইয়ের পালঘর জেলার দহানুতে অনুষ্ঠিত হিন্দু মহাসম্মেলনে যোগ দিয়ে একথা বলেছেন সরসঙ্ঘচালক | এদিন আরএসএস প্রধান জানিয়েছেন, আমাদের দেশের মুসলিম সম্প্রদায় রাম মন্দির ধ্বংস করেনি| কারণ ভারতীয় নাগরিকরা এই নিম্নমানের কাজ কখনই করতে পারে না| ভারতীয়দের মনোবল ভাঙ্গার জন্য বিদেশী শক্তি ভারতে এসে রামমন্দির ধ্বংস করেছে|
তিনি আরও বলেন, আজ আমরা স্বাধীন হয়েছি| সেই কারণে যে মন্দির ধ্বংস করা হয়েছিল আজ আমাদের ফের সেই রাম মন্দির নির্মাণের স্বাধীনতা রয়েছে| তিনি এদিন জানিয়েছেন, রামমন্দির শুধু মাত্র একটি মন্দির নয়| রাম মন্দির আমাদের দেশের মানুষের পরিচয় | তিনি বলেন, রামমন্দির এবং বাবরি মসজিদ বিতর্ক নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে|
এদিন তিনি বিরোধীদের নিশানা করে সম্প্রতি দেশের বেশ কিছু জায়গার হিংসার বাতাবরণের জন্য তাদের দায়ী করেছেন| তিনি জানিয়েছেন, যে রাজনৈতিক দলগুলোর দোকান বন্ধ (অর্থাৎ, যারা নির্বাচনে হেরে গিয়েছে) হয়ে গিয়েছে, তারাই এখন জাতিগত ভেদ নিয়ে দেশের মানুষকে উস্কানি দেওয়ার চেষ্টা করছেন|-

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *