BRAKING NEWS

সোশ্যাল মিডিয়ায় ভারত বনধের ঘোষণা : দেশের সমস্ত রাজ্যে সুরক্ষা ব্যবস্থার নির্দেশ

নয়াদিল্লি, ১০ এপ্রিল (হি.স.) : সোশ্যাল মিডিয়ায় কিছু সংগঠনের ভারত বনধ ঘোষণার জেরে দেশের সমস্ত রাজ্যে ব্যাপক সুরক্ষা ব্যবস্থা করা হয়েছে| সুরক্ষা এবং শান্তির পরিবেশ বজায় রাখার জন্য জায়গায় জায়গায় পুলিশ মোতায়েন করা হয়েছে| রাঁচি সহ গোটা ঝাড়খন্ডে যান চলাচল স্বাভাবিক হলেও, বিহারে বনধের প্রভাব দেখা গিয়েছে| বিহারের আরায় দুই গোষ্ঠী সংঘর্ষে জড়িয়ে পড়ে| সূত্রের খবর, দুই গোষ্ঠীর মধ্যে পাথর ছোড়া এবং গুলি চালানোর ঘটনার খবর পাওয়া গয়েছে| স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে শান্তি বজায় রাখার জন্য পরামর্শ দেওয়া হয়েছে|
গত ২ এপ্রিল ভারত বনধে সারা দেশ জুড়ে হিংসার ঘটনার পর রাজস্থান, মধ্যপ্রদেশ এবং পশ্চিম উত্তরর প্রদেশের সব জায়গায় সুরক্ষার কঠোর ব্যবস্থা করা হয়েছে| মধ্যপ্রদেশের স্পর্শকাতর এলাকা গুলিতে কার্ফু জারি করা হয়েছে| অন্যদিকে, রাজস্থানের বেশ কিছু জেলায় হিংসা ছড়াবার আশঙ্কায় কার্ফু জারি করা হয়েছে|-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *