BRAKING NEWS

বিজেপির প্রতিষ্ঠা দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ এপ্রিল৷৷ সারা রাজ্যে বিভিন্ন স্থানে শুক্রবার যথাযথ মর্যাদায় বিজেপির ৩৯ তম প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছে৷ মূল

শুক্রবার বিজেপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দলের সদর পার্টি অফিসের সামনে দলীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ ছবি নিজস্ব৷

অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বিজেপির প্রদেশ কার্যালয়ের সামনে৷

রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রের প্রত্যেকটি বুথে যথাযোগ্য মর্যাদায় বিজেপির প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছে৷ ভারত মাতার ছবির দুপাশে বিজেপিও জনসংঘের প্রয়াত নেতাদের ছবি রেখে পার্টির পতাকা উত্তোলন করা হয়৷ এছাড়াও সকাল থেকে বিভিন্ন স্থানে বেশ সামাজিক সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়৷

মূূল অনুষ্ঠানটি আয়োজিত হয় বিজেপির প্রদেশ কার্যালয়ের সামনে৷ সেখানে পতাকা উত্তোলন করেন বিজেপির রাজ্য সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ অনুষ্ঠানে উপ মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মণ ছাড়াও রা্যজ মন্ত্রীসভার প্রায় সকল বিজেপির সদস্যরাই উপস্থিত ছিলেন৷ জাতীয় গান বন্দেমারতম ও পরে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়৷

পরে বিপ্লব কুমার দেব বলেন, সরকার গঠন করাই বিজেপির একমাত্র লক্ষ্য নয়৷ সুস্থ সমাজ গঠন এবং দেশ প্রেমিক নাগরিক তৈরি করা পার্টিরর মূল কাজ৷ ত্রিপুরায় বিজেপি পরিচালিত সরকার তৈরি হয়েছে৷ কিন্তু দায়িত্ব শেষ হয়ে গেছে এমনটা নয়৷ এখনও অনেক কাজ করতে হবে৷ আর আজকের দিনে পার্টির সকল স্তরের কর্মীরা পুনরুজ্জীবিত হবে বরেণ্য দেয় স্মরণ করে৷ নতুন করে শক্তি সঞ্চয় করে সকলে সমাজ গঠনের কাজে ঝাঁপিয়ে পরবেন৷ আর এই লক্ষ্যেই কাজ চলছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *