BRAKING NEWS

ছত্তিশগড়ে এনকাউন্টারে খতম কুখ্যাত এক মাওবাদী, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ

রায়পুর, ৫ এপ্রিল (হি.স.): মাওবাদী দমন অভিযানে ছত্তিশগড়ে আবারও সাফল্য পেল নিরাপত্তা বাহিনী| ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয়েছে কুখ্যাত এক মাওবাদী| নিহত মাওবাদীর নাম হল, মাঙ্গু ওয়াম (২২)| এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে একটি ৩১৫ বোরে পিস্তল, ১০ রাউন্ড তাজা কার্তুজ, চারটি তাজা কার্তুজ সহ একটি ইনসাস রাইফেল ম্যাগাজিন, ২ কেজি ওজনের একটি ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি), দু’টি ডিটোনেটর, কর্ডেক্স তার, ব্যাটারি এবং অন্যান্য মাওবাদী সরঞ্জাম|
বিজাপুরের সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (এসপি) মোহিত গর্গ জানিয়েছেন, গোপন সূত্রে খবর পাওয়া যায় বিজাপুর জেলার ইটামপারা গ্রামের (রায়পুর থেকে ৪৫০ কিলোমিটার দূরে) সন্নিকটে ঘন জঙ্গলে লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন মাওবাদী| গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় ঘন জঙ্গলে তল্লাশি অভিযান চালান ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি)-এর জওযানরা| তল্লাশি অভিযান চলাকালীন নিরাপত্তা বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গলে লুকিয়ে থাকা মাওবাদীরা| কালবিলম্ব না করে নিরাপত্তা বাহিনী যোগ্য জবাব ফিরিয়ে দিলে খতম হয় ২২ বছর বয়সি এক মাওবাদী| রাতের অন্ধকারের সুযোগ নিয়ে বাকি মাওবাদীরা পালিয়ে যেতে সক্ষম হয়|
এসপি আরও জানিয়েছেন, বুধবার রাতে বৃষ্টিপাত ও ঝোড়ে হাওয়ার কারণে তল্লাশি অভিযান ব্যহত হয়| রাতভর অপেক্ষা করার পর বৃহস্পতিবার সকালে এনকাউন্টারস্থলে তল্লাশি অভিযান চালিয়ে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয় একজন মাওবাদীর দেহ| পাশাপাশি এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে একটি ৩১৫ বোরে পিস্তল, ১০ রাউন্ড তাজা কার্তুজ, চারটি তাজা কার্তুজ সহ একটি ইনসাস রাইফেল ম্যাগাজিন, ২ কেজি ওজনের একটি ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি), দু’টি ডিটোনেটর, কর্ডেক্স তার, ব্যাটারি এবং অন্যান্য মাওবাদী সরঞ্জাম|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *