BRAKING NEWS

বিশালগড় পার্টি অফিসে রাতভর তল্লাসীতে উদ্ধার কফ সিরাপ, সিপিএম জানাল পুলিশ শংসাপত্র দিয়েছে

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৯ মার্চ৷৷ বিশালগড় সিপিএম পার্টি অফিসে রাতভর পুলিশের তল্লাসী অভিযানে উদ্ধার হয়েছে কয়েকটি কফ সিরাপের বোতল৷ এদিকে, সিপিএমের দাবি পুলিশ কোন আপত্তিকর সামগ্রী উদ্ধার করেনি৷ বুধবার বিশালগড় সিপিএম মহকুমা কমিটির পার্টি অফিসে তল্লাসীর জন্য বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী ভানুলাল সাহা, জেলা সম্পাদক গোরা চক্রবর্তী সহ চল্লিশজন সিপিএম নেতা – নেত্রীদের ঘেরাও করে রাখে বিজেপি কর্মী সমর্থকরা৷ সন্ধ্যা ৬টা থেকে ভোররাত ৩ টা ৪০ মিনিট পর্যন্ত রাস্তার পাশে শতাধিক বিজেপি কর্মী সমর্থকরা ভিড় করে থাকে৷ তল্লাসী অভিযানের জন্য দাবী করে৷ এবং তাদের যে দাবী কার্যকরী হয়৷ রাত ১১টা ৪০ মিনিট শুরু হয় তল্লাসী অভিযান৷ প্রথমে সাংবাদিকদের সিপিএম মহকুমা অফিসে প্রথমে অনুমতি দেয়নি প্রাক্তন মন্ত্রী ভানুলাল সাহা৷ কিন্তু সাংবাদিকদের দাবী ছিল তাদের অনুমতি এসডিএম সমীত রায় চৌধুরী অফিসে প্রবেশের অনুমতি দিয়ে দিয়েছেন৷ টানা ত্রিশ মিনিট পর সাংবাদিকদের প্রবেশ করার অনুমতি দেওয়া হয়৷ তবে তল্লাসীতে কোন অস্ত্রশস্ত্র উদ্ধার না হলেও পাওয়া যায় কিছু কফ সিরাপের বোতল৷

বিষয়টি প্রকাশ্যে আসতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বিভিন্ন মহলে৷ নেশা সামগ্রী কফ সিরাপ উদ্ধার ঘিরে বিশালগড় বিজেপির বিজীত প্রার্থী নিতাই চৌধুরী বলেন, বিশালগড়ে সিপিএম দলের আস্কারাতেই বিশালগড় অঞ্চল হয়ে উঠেছে বিভিন্ন নেশা কারবারীদের মৃগয়াক্ষেত্র৷  বৃহস্পতিবার বিকালে বিশালগড় বিজেপি জেলা অফিস থেকে এক সুবিশাল বিক্ষোভ মিছিল সংঘটিত করা হয়েছে৷ মিছিলটি বিজেপি জেলা অফিস হয়ে বিশালগড় বাজার পরিক্রমা করে শেষ হয় ব্রীজ চৌমুহনীতে৷ মিছিলটি ছিল গতকাল অফিসটিলা বাজারে সভায় সিপিএম জেলা সম্পাদক গৌরা চক্রবর্তীর মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীকে নিয়ে বিভিন্ন কুটুক্তির প্রতিবাদে৷ শুক্রবার বিশালগড়ের ন্যায় রাজ্যের ৫৯টি বিধানসভা কেন্দ্রেই বিক্ষোভ মিছিল করবে বলে জানা যায়৷ সিপিএম মহকুমা কার্যলয়ে তল্লাসী চালিয়ে যে নেশা জাতীয় কফ সিরাপ উদ্ধার হয় এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার এডিশনাল এসপি আর ডার্লং এক সাংবাদিক সম্মেলন করে জানান যে নেশা জাতীয় যে কফ সিরাফ উদ্ধার হয়েছে তার সুষ্ঠু তদন্ত করবে পলিশ৷

এদিকে, বিশালগড় পার্টি অফিসে পুলিশী তল্লাসীর ঘটনার পর বৃহস্পতিবার সিপিআই (এম) রাজ্য সম্পাদক মন্ডলী এক বিবৃতিতে জানিয়েছে, তল্লাসী শেষ পুলিশ এই মর্মে লিখিত শংসাপত্র দেয় যে অফিসে কোন আপত্তিকর সামগ্রী পাওয়া যায়নি৷ বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, বুধবার সন্ধ্যা ৬টা থেকে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র বিশালগড় মহকুমা কমিটির অফিস বিজেপি’র নেতৃত্বে ঘেরাও করা হয়৷ সেখানে অস্ত্র আছে এই অভিযোগ এনে দীর্ঘক্ষন সি পি আই (এম) বিধায়ক ভানুলাল সাহা সহ নেতৃবৃন্দকে আটক রাখে৷ রাত ১২টার পর একজন ডেপুটি কালেক্টরের নেতৃত্বে পুলিশ দুইজন সাক্ষী নিয়ে সমগ্র পার্টি অফিস ভোর ৪টা পর্যন্ত খানা তল্লাশি করে৷ তল্লাশি শেষে পুলিশ এই মর্মে লিখিত শংসাপত্র দেয় যে, অফিসে কোন আপত্তিকর সামগ্রি পাওয়া যায় নি৷

সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক উদ্দেশ্য নিয়েই রাজ্যের বিভিন্ন এলাকায় এভাবে সি পি আই (এম) এবং পার্টির গণসংগঠন সমূহের অফিস তল্লাশি করা হচ্ছে৷ এর লক্ষ্য হল সি পি আই (এম) অফিসগুলো বন্ধ করে দেওয়া এবং বিরোধী দলগুলির স্বাভাবিক রাজনৈতিক কাজকর্ম পরিচালনার সাংবিধানিক অধিকার কেড়ে নেয়া৷ গতকাল রাতে সাব্রুম মহকুমার ভুরাতলি পার্টি অফিসে বিজেপি দুবৃর্ত্তরা আগুন দেয় এবং দুটি দোকান সহ অফিস ভস্মীভূত হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *