BRAKING NEWS

নিম্নমানের কাজ, জনতার রোষের মুখে পালিয়ে বাঁচলেন ঠিকেদার

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৯ মার্চ৷৷ রাস্তা তৈরীর নিম্নমানের কাজ বন্ধ করে দিল ক্ষুব্ধ গ্রামবাসী৷ বৃহস্পতিবার দুপুর বেলা বিশালগড়ের কে কে নগরের দক্ষিন শিবনগর গ্রামে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার উত্তেজনা বিরাজ করছে৷ দীর্ঘ ২৫ বছরের জমানায় উন্নয়নের ছোয়া থেকে বঞ্চিত দক্ষিন শিনগর গ্রামের মানুষ৷ নানা অনুরোধের পর অবশেষে পঞ্চায়েত থেকে গ্রামের রাস্তাটি ইটের সলিং করার জন্য বরাদ্ধ হয়৷ ঠিকেদারের দায়িত্ব দেওয়া হয় পঞ্চায়েত সচিবকে৷ রাস্তাটি ইট সলিং করার জন্য বরাদ্ধ করা হয় ১ লক্ষ ৪২ হাজার টাকা৷ কিন্তু প্রথম থেকেই নিম্নমানের কাজ করতে থাকে পঞ্চায়েত সচিব বাবু৷ বিষয়টি গ্রামবাসীর নজর এড়াতে পারে নি৷ গ্রামবাসীরা বার বার সঠিক কাম ঠিকেদার বাবুকে সতর্ক করে দেয়৷ এর পর ও ইনি নিম্নমানের ইট দিয়ে রাস্তা তৈরীর কাজ জারি রাখে৷ নতুন ইট না বসিয়ে পুরনো রদ্ধিমার্কা ইট দিয়ে রাস্তা তৈরী করতে থাকে৷ শেষ পর্যন্ত গ্রামবাসীরা সোচ্চার হয়ে নিম্নমানের কাজ বন্ধ করেদেয়৷ তাদের দাবী প্রশাসনের উদ্ধর্তন কর্তৃপক্ষকে এসে কাজের গুনগত মান নিরীক্ষন করতে হবে৷ নইলে তারা আগামী দিনেও কাজ করতে দেবেনা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *