BRAKING NEWS

জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল পাপুয়া নিউগিনি, কম্পাঙ্ক ৬.৯

পোর্ট মোরেসবি, ৩০ মার্চ (হি.স.): আবারও ভূমিকম্পের আতঙ্ক| গত পাঁচ দিনের ব্যবধানে পুনরায় শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রশান্ত মহাসাগরীয় দেশ পাপুয়া নিউগিনি| রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৯| জোরালো ভূকম্পন অনুভূত হওয়া মাত্রই সুনামির ঢেউ আছড়ে পড়ে উপকূলবর্তী এলাকায়| তবে, শক্তিশালী ভূকম্পনের ঝাঁকুনিতে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি|
মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় অনুযায়ী শুক্রবার সন্ধ্যা ৭.২৫ মিনিট নাগাদ (২১:২৫ জিএমটি বৃহস্পতিবার) ৬.৯ তীব্রতার ভূমিকম্পে কেঁপে ওঠে পাপুয়া নিউগিনি| ভূকম্পন অনুভূত হয় পাপুয়া নিউগিনির নিউ ব্রিটেন আইল্যান্ডের রাবাউল শহর থেকে ১৬২ কিলোমিটার (১০০ মাইল) দক্ষিণ-পশ্চিমে, ভূগর্ভের ২১ কিলোমিটার (৩৫ মাইল) গভীরে| ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত বেশি থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি| তবে, জোরালো ভূকম্পন অনুভূত হওয়া মাত্রই সুনামির ঢেউ আছড়ে পড়ে উপকূলবর্তী এলাকায়| প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের ঝাঁকুনি অনুভূত হওয়া মাত্রই উপকূলবর্তী এলাকায় প্রায় এক মিটার (৩ ফুট) পর্যন্ত সুনামির ঢেউ আছড়ে পড়ে|
উল্লেখ্য, গত পাঁচ দিনের ব্যবধানে পুনরায় শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পাপুয়া নিউগিনি| এর আগে চলতি মাসের ২৬ তারিখ, সোমবার ৭.০ তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠেছিল পাপুয়া নিউগিনি| তার আগে গত শনিবার ৬.৮ তীব্রতার ভূমিকম্পের ঝাঁকুনি অনুভূত হয় পাপুয়া নিউগিনিতে| বারবার ভূমিকম্পের ঝাঁকুনিতে রীতিমতো আতঙ্কিত পাপুয়া নিউগিনির মানুষজন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *