BRAKING NEWS

আর্থিক কেলেঙ্কারির অভিযোগ : স্মৃতিকে পাল্টা একহাত নিলেন সিব্বল

নয়াদিল্লি, ৩০ মার্চ (হি.স.): কিছুদিন আগে কপিল সিব্বলের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ এনেছিলেন স্মৃতি ইরানি৷ এবার কেন্দ্রীয় মন্ত্রীকেই একহাত নিলেন সিব্বল৷ বললেন, সিবিএসই পেপার লিক, ডেটা লিক থেকে মানুষের দৃষ্টি ঘোরানোর জন্যই স্মৃতি এমন অভিযোগ তুলছেন৷ আগে স্মৃতি ইরানি অভিযোগ তুলেছিলেন, সিব্বল ও তাঁর স্ত্রী একটি কোম্পানি কিনেছেন৷ তার নাম গ্র্যান্ড ক্যাস্তিলো৷ ২০১৭ সালে ব্যবসায়ী পীযূষ গোয়েলের থেকে কোম্পানিটি কেনেন তাঁরা৷ গোয়েল একটি আর্থিক তছরূপের মামলার সঙ্গে জড়িত৷ ২০১৩ সালে সিবিআই তার বিরুদ্ধে ঘুষের অভিযোগ এনে তদন্ত শুরু করে৷ ইরানি আরও বলেন, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী নিজেও একটি জমি দুর্নীতির সঙ্গে জড়িত৷ পাল্টা কপিল সিব্বল জানিয়েছেন, নির্বাচন কমিশনের কথা বলতে গেলে বলা যায় নির্বাচনের তথ্য ফাঁস হয়েছে৷ আধারের তথ্য দেখুন, সেটিও ফাঁস হয়েছে৷ কিন্তু ওঁরা যখন নিজেদের দিক সামলান, তথ্য কখনও ফাঁস হয় না৷ তাহলে সরকার জানে কীভাবে তথ্য সুরক্ষিত রাখতে হয়৷ যদি তাই হয়, তবে কেন এমন তথ্য ফাঁস হচ্ছে | কপিল সিব্বল অবশ্য সম্পত্তি কেনার কথা স্বীকার করে নিয়েছেন৷ সেই সঙ্গে বলেছেন, তিনি তাঁর নিজের টাকায় সেটি কিনেছেন৷ আয়কর বিভাগের ফাইলে সমস্তটাই নথিভুক্ত রয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *