BRAKING NEWS

অনন্তনাগে জঙ্গি হামলায় মৃত্যু স্পেশ্যাল পুলিশ অফিসারের, গুরুতর জখম স্ত্রী

শ্রীনগর, ৩০ মার্চ (হি.স.): দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলায় ‘ভয়াবহ’ জঙ্গি হামলায় প্রাণ হারালেন একজন স্পেশ্যাল পুলিশ অফিসার (এসপিও)| জঙ্গি হামলায় গুরুতর জখম হয়েছেন স্পেশ্যাল পুলিশ অফিসারের স্ত্রীও| বৃহস্পতিবার সন্ধ্যায় জঙ্গি হামলায় সন্ত্রস্ত্র হয় অনন্তনাগ জেলার বিজবেহারা টাউন| ঊর্ধ্বতন এক পুলিশ কর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় বিজবেহারা টাউনের কাটসু গ্রামে স্পেশ্যাল পুলিশ অফিসার (এসপিও) মুস্তাক আহমেদ শেখ-এর বাড়িতে অতর্কিতে হামলা চালায় সশস্ত্র জঙ্গিরা| কোনও কিছু বুঝে ওঠার আগেই এসপিও মুস্তাক আহমেদ ও তাঁর স্ত্রী ফরিদাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা| গুলি চালানোর পরই রাতের অন্ধকারের সুযোগ নিয়ে জঙ্গিরা পালিয়ে যায়| রক্তাক্ত ও গুলিবিদ্ধ অবস্থায় এসপিও মুস্তাক আহমেদ ও তাঁর স্ত্রী ফরিদাকে বিজবেহারা টাউনের একটি হাসপাতালে ভর্তি করা হয়| হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই মুস্তাককে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা| মুস্কাকের স্ত্রী ফরিদার শারীরিক অবস্থার অবনতি হলে পরে তাঁকে শ্রীনগরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে|
কাটসু গ্রামে এসপিও-র বাড়িতে জঙ্গি হামলার পরই গোটা এলাকায় ঘিরে তল্লাশি অভিযান চালায় নিরাপত্তা বাহিনী| যদিও, সশস্ত্র সন্ত্রাসবাদীদের কোনও খোঁজ পাওয়া যায়নি| শুধু কাটসু গ্রামই নয়, বৃহস্পতিবার রাতে দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলায়, আহগাম এলাকায় সেনাবাহিনীর পেট্রোল পার্টি লক্ষ্য করে হামলা চালায় সন্ত্রাসবাদীরা| পুলিশের মুখপাত্র জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ৮.৩০ মিনিট নাগাদ সোপিয়ান জেলার আহগাম এলাকায় সেনাবাহিনীর পেট্রোল পার্টি লক্ষ্য করে হামলা চালায় সন্ত্রাসবাদীরা| আচমকা হামলা চালানোর পরই জঙ্গিরা পালিয়ে যায়| পৃথক জঙ্গি হামলার ঘটনায় এফআইআর রুজু করে তদন্ত শুরু করেছে জম্মু ও কাশ্মীর পুলিশ|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *