BRAKING NEWS

ব্যক্তি আক্রমণ নয়, বিধানসভায় গরিমা রাখতে অনুরোধ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মার্চ ৷৷ বিধানসভার গরিমা বজায় রাখার জন্য সকল সদস্যদের অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ সাথে তাঁর আবেদন, প্রত্যেক সদস্য ব্যক্তিগত আক্রমণ থেকে দূরে থাকুন৷ মঙ্গলবার বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর ধন্যবাদ সূচক বক্তব্য রাখার সময় সন্ত্রাস ইস্যুতে ট্রেজারি বেঞ্চের সদস্য বিধায়ক অরুন চন্দ্র ভৌমিক এবং বিরোধীদের মধ্যে তীব্র বাদানুবাদ হয়েছে৷ বিলোনীয়ায় লেনিনের মূর্তি ভাঙ্গার জন্য শ্রীভৌমিক সিপিএমকেই দায়ী করেছেন৷ তাঁর কথায়, সিপিএমের লোকেরাই লেনিনের মূর্তি ভেঙ্গেছেন৷ সাথে তিনি সন্ত্রাস ইস্যুতে বিরোধীদের ব্যক্তিগত আক্রমণও করেছেন৷ তাঁকে থামাতেই মুখ্যমন্ত্রী এদিন এই অনুরোধ জানিয়েছেন৷

এদিন বিধানসভায় বিধায়ক অরুন চন্দ্র ভৌমিক রাজ্যপালের ভাষণের উপর ধন্যবাদসূচক প্রস্তাব দিয়ে আলোচনার সময় সন্ত্রাস ইস্যুতে দীর্ঘ ২৫ বছরের টেনে এনে বিরোধীদের তুলোধুনো করেছেন৷ বিলোনীয়ায় সিপিএমের লোকেরাই লেনিনের মূর্তি ভেঙ্গেছেন বলে দাবি করেছেন৷ তাঁর কথায়, নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর সিপিএমের লোকেরাই লেনিনের মূর্তি ভেঙ্গে গুড়িয়ে দিয়েছেন৷ অথচ, বিজেপিকে এর সাথে জড়িয়ে কলংকীত করা হচ্ছে৷ তাঁর দাবি, প্রতিটি নির্বাচনের পর বাম আমলে সন্ত্রাস হয়েছে৷ এদিন তিনি বিলোনীয়ায় এক বিজেপি নেতাকে খুনের জন্য বিরোধী বিধায়ক সুধন দাসকে সরাসরি দায়ি করেছেন৷ তাতে তাঁদের মধ্যে তীব্র বাদানুবাদ শুরু হয়ে যায়৷ এছাড়াও এদিন শ্রীভৌমিক বিধায়ক ভানুলাল সাহা, বিধায়ক তপন চক্রবর্তী এবং বিধায়ক রতন ভৌমিককেও বক্তব্য রাখতে গিয়ে ব্যক্তিগত আক্রমণ করেছেন৷

ফলে, মুখ্যমন্ত্রীকে এই পরিস্থিতিতে হস্তক্ষেপ করতে হয়েছে৷ বিধায়ক শ্রীভৌমিককে থামাতে উঠে দাঁড়ান তিনি এবং বলেন, সকল সদস্যকে বিধানসভার গরিমা রক্ষা করা উচিৎ৷ বিজেপির বিধায়কদেরও দলের গরিমা রক্ষা করতে হবে৷ তাঁর কথায়, বিধানসভায় সদস্যদের মধ্যে ব্যক্তিগত আক্রমণ অনুচিত৷ তাতে পরিবেশ নষ্ট হয়৷ মুখ্যমন্ত্রীর বক্তব্য, আমরা সবাই জনগণের কাছে দায়বদ্ধ এবং তা মনে রাখতে হবে৷ মুখ্যমন্ত্রীর এই ভূমিকায় শাসক ও বিরোধী দলের সকল সদস্য টেবিল চাপড়ে সমর্থন জানান৷ এমনকি, বিরোধী দলের সচেতক তপন চক্রবর্তী মুখ্যমন্ত্রীর প্রশংসাও করেছেন৷

তবে, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে সন্ত্রাস ইস্যুতে ব্যক্তিগত আক্রমনের উত্তাপে কিছুটা শৈত্য এলেও, দমে যাননি বিধায়ক শ্রীভৌমিক৷ তিনি সুর কিছুটা নরম করলেও, বক্তব্য শেষ করা পর্যন্ত বিরোধীদের তীর্যক ভাষায় আক্রমণ করে গিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *