BRAKING NEWS

মধ্যপ্রদেশে সাংবাদিকের মৃত্যু : সিবিআই তদন্তের নির্দেশ দিলেন শিবরাজ

ভোপাল, ২৭ মার্চ (হি.স.): মধ্যপ্রদেশের ভিন্ড জেলায় ন্যাশনাল নিউজ চ্যানেলের সাংবাদিক সন্দীপ শর্মা (৩৫)-র মৃত্যুর ঘটনায় সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) তদন্তের নির্দেশ দিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান| সোমবার সকাল ৮.৫৫ মিনিট নাগাদ ভিন্ড জেলায়, কোতওয়ালি থানা থেকে মাত্র কয়েক মিটারের দূরত্বে বেপরোয়া ট্রাকের ধাক্কায় প্রাণ হারান ৩৫ বছর বয়সি সাংবাদিক সন্দীপ শর্মা| তিনি একটি ন্যাশনাল নিউজ চ্যানেলে কর্মরত ছিলেন এবং ভিন্ড জেলায় অবৈধ বালি মাফিয়াদের বিরুদ্ধে লেখালেখি করছিলেন| সন্দীপের মৃত্যুর ঘটনায় শুরু থেকেই কঠোর তদন্তের আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান| আর মঙ্গলবার সন্দীপের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান|
জাতীয় সংবাদ চ্যানেলের সাংবাদিক সন্দীপ শর্মা অবৈধ বালি মাফিয়াদের বিরুদ্ধে বহু লেখালেখি করেছেন| এর আগেও বহুবার তিনি প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করেছিলেন| আশঙ্কাই সত্যি হল, অবৈধ বালি মাফিয়াদের বিরুদ্ধে লেখালেখি করার জন্যই হয়তো খুন হতে হল সাংবাদিক সন্দীপ শর্মাকে| সোমবার সকালে রাস্তার ধার দিয়ে ফোনে কথা বলতে বলতে হাঁটছিলেন সাংবাদিক সন্দীপ শর্মা| আচমকাই পিছন থেকে একটি ট্রাক দ্রুত গতিতে এসে তাঁকে পিষে দিয়ে চম্পট দেয়| ঘাতক ট্রাকের চালককে গ্রেফতার করার জন্য সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে|
স্ত্রী এবং দুই সন্তানকে রেখে না ফেরার দেশে চলে গেলেন সাংবাদিক সন্দীপ শর্মা| ২০০৪ সালের ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলায় শহিদ হন সন্দীপের ভাইও| দুই ছেলেকে অকালে হারিয়ে শোকস্তব্ধ সন্দীপের পরিবার| পাশাপাশি সন্দীপের মৃত্যুতে রীতিমতো আতঙ্কে ভুগছেন মধ্যপ্রদেশের সাংবাদিকরাও|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *