BRAKING NEWS

কোয়েম্বাটুরে বিজেপি নেতার বাড়িতে দুষ্কৃতী হামলা, পেট্রোল বোমার আঘাতে ক্ষতিগ্রস্ত গাড়ি

কোয়েম্বাটুর, ২১ মার্চ (হি.স.): দক্ষিণ ভারতের রাজ্যে আবারও আক্রান্ত হল ভারতীয় জনতা পার্টি| কেরলের পর এবার তামিলনাড়ু| বুধবার ভোররাতে তামিলনাড়ুর কোয়েম্বাটুর জেলায় ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র জেলা সভাপতির গাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়| এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই| তবে, পেট্রোল বোমা হামলায় বিজেপি জেলা সভাপতির সাদা রঙের গাড়িটি নষ্ট হয়ে গিয়েছে| পুলিশ সূত্রের খবর, বুধবার ভোররাত তিনটে নাগাদ বিজেপির জেলা সভাপতি নন্দকুমারের সাদা রঙের গাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুষ্কৃতীরা| সেই সময় বাড়িতেই দাঁড় করানো ছিল গাড়িটি| আচমকা হামলা চালানোর পরই দুষ্কৃতীরা পালিয়ে যায়|
ঊর্ধ্বতন এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, বিজেপির জেলা সভাপতি নন্দকুমারের বাড়ি কোয়েম্বাটুর জেলার মাসাকালিপালায়াম রোডের রামালক্ষ্মী নগরে| বুধবার ভোররাত তিনটে নাগাদ বাড়িতেই দাঁড় করানো ছিল গাড়িটি| আচমকাই পেট্রোল বোমা ছুঁড়ে মারে দুষ্কৃতীরা| দুষ্কৃতী হামলা সম্পর্কে সচেতন হওয়া মাত্রই পুলিশে খবর দেন বিজেপির জেলা সভাপতি নন্দকুমার| পরে ঘটনাস্থলে আসেন সিটি পুলিশ কমিশনার কে পেরিয়াইয়াহ| এই হামলার ঘটনার তদন্তে পাঁচ সদস্যের বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে| সিটি পুলিশ কমিশনার কে পেরিয়াইয়াহ জানিয়েছেন, ‘সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে| এখনও পর্যন্ত দুষ্কৃতীদের একজনকে শনাক্ত করা সম্ভব হয়েছে|’
সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির জেলা সভাপতি নন্দকুমার জানিয়েছেন, ‘ভোররাত তিনটে নাগাদ বাড়ির ভিতরে দাঁড় করানো গাড়িতে হামলা চালায় দু’জন দুষ্কৃতী (সিসিটিভি ফুটেজে দু’জনকে দেখা গিয়েছে)| হামলায় গাড়ির সামনের অংশ নষ্ট হয়ে গিয়েছে| ভোররাতের হামলা সম্পর্কে আমার মা প্রথমে আমাকে অবগত করেন| ঘর থেকে বেরিয়ে দেখি আগুন জ্বলছে গাড়িতে| প্রতিবেশীদের সহায়তায় আগুন নিভিয়ে ফেলা হয়|’ উল্লেখ্য, সপ্তাহ দুয়েক আগে কোয়েম্বাটুরেই বিজেপি কার্য্যালয়ে হামলা চালায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা| ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার জেলা বিজেপি সভাপতির বাড়িতে হামলা চালাল দুষ্কৃতীরা|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *