BRAKING NEWS

নাগেরজলায় সিন্ডিকেট কার্যালয়ে উদ্ধার অস্ত্রশস্ত্র, ইউনিয়নের দাবি বিজেপি আশ্রিতরা ষড়যন্ত্রে সামিল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা ১২ মার্চ৷৷ রাজধানী আগরতলার নাগেরজলা বাসস্ট্যান্ডের কাছে বাম শ্রমিক সংগঠন সিচু (সিআইটিইউ) অফিস থেকে প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে৷ বিশাল সুরক্ষা বাহিনী এলাকাকে ঘিরে রেখেছে৷ গোপন সূত্রে খবর পেয়ে সোমবার আচমকা পুলিশ এবং আধাসামরিক বাহিনীর যৌথ উদ্যোগে নাগেরজলায় সিপিআইএম পরিচালিত সিআইটিইউ অফিস ঘিরে ফেলে৷ দীর্ঘক্ষণ ধরে চলে তল্লাশি অভিযান৷ অফিসে পুলিশ আসার খবর পেয়ে এই শ্রমিক অফিসের নেতা নেত্রীরা দ্রুত কেটে পড়েন৷ পুলিশ তাদের কাউকেই ধরতে পারেনি৷ ঘটনাস্থলে উপস্থিত মহকুমা পুলিশ অধিকারিক জানিয়েছেন, এখনও তল্লাশি অভিযান চলছে৷ বেশ কিছু আগ্ণেয়াস্ত্র, ধারলো অস্ত্র, বিস্ফোরণের কাজে ব্যবহৃত সামগ্রী উদ্ধার করা হয়েছে৷ পার্শ্ববর্তী আরও কয়েকটি স্থানে অভিযান চালানো হবে৷ পুলিশ ধারণা করছে, নির্বাচনী সন্ত্রাস এবং নির্বাচনোত্তর সন্ত্রাস সংঘটিত করার লক্ষ্যে ব্যাপকহারে অস্ত্র মজুত করা হয়েছিল৷ কিন্তু বিষয়টি গোপন রাখা যায়নি৷ সংশ্লিষ্ট ঘটনার সঙ্গে যুক্তদের খঁুজে বের করার চেষ্টা চলছে৷ কিন্তু এখনও তাদের কোনও সন্ধান পাওয়া যায়নি৷ তবে এখন পর্যন্ত যে পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে তা কোনও বড় ধরনের আক্রমণ সংগঠিত করার জন্য যথেষ্ট বলে মনে করা হচ্ছে৷

এদিকে, ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে এক বিবৃতিতে বলেছে, গত ৩ মার্চ ত্রিপুরা রাজ্য বিধানসভার নির্বাচনী ফলাফল প্রকাশ হওয়ার পর থেকে এখন পর্যন্ত বিজেপি আশ্রিত দুসৃকতিকারীরা সারা রাজ্যে এখন পর্যন্ত ১৭১ টি সি আই টি ইউ ভুক্ত বিভিন্ন ইউনিয়ন অফিস লুটপাট, ভাঙা, আগুন লাগানো ও দখল করে নেয়৷ অনুরূপ নাগেরজলা মোটর স্ট্যান্ডে অবস্থিত মোটর শ্রমিক ইউনিয়নের শাখা অফিসটি গত ৩রা মার্চ তালা লাগিয়ে অবৈধ ভাবে নিয়ন্ত্রণে নিয়ে নেয় বিজেপি আশ্রিত দুসৃকতিকারীরা৷ আজ ১২ ই মার্চ পুলিশের উপর চাপ সৃষ্টি করে বিজেপি আশ্রিত কিছু দুসৃকতিকারী ভরং দেখাতে নিজেদের লুকিয়ে রাখা কিছু পুরানো জং ধরা লোহার সামগ্রী উদ্ধারের নামে শ্রমিক নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা সাজানোর চেষ্টা চালায়৷

সারা রাজ্যে শ্রমজীবী জনগণ ও তাদের অফিসের উপর একের পর এক আক্রমণের বিরুদ্ধে যখন সারা দেশের মানুষ প্রতিবাদী হচেছন ঠিক তখনই রাজ্যের ও সারা দেশের মানুষের দৃষ্টি ঘোরানোর লক্ষ্যে বিজেপি আশ্রিতরা এই ষড়যন্ত্রে সামিল হয়েছে৷ আমরা এই জঘন্য ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ জানাচ্ছি ও সকলকে এর বিরুদ্ধে প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান জানাচ্ছি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *