BRAKING NEWS

মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দপ্তর বন্টন করলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ মার্চ ৷৷  রাজ্য মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দপ্তর বন্টন করেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব৷ স্বরাষ্ট্র, ডিডব্লিউএস ব্যতিত

মুখ্যমন্ত্রী বিপ্লব দেব

পূর্ত দপ্তর, তথ্য ও প্রযুক্তি ব্যতিত শিল্প ও বাণিজ্য দপ্তর, নগোরন্নয়ন, সাধারণ প্রশাসন, শ্রম, তথ্য ও সংসৃকতি এবং অন্যান্য অবন্টিত দপ্তরগুলির নিজের কাছেই রেখেছেন তিনি৷ উপ মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মণকে বিদ্যুৎ, পঞ্চায়েত সহ গ্রামোন্নয়ন, অর্থ এবং পরিসংখ্যান ব্যতিত যোজনা ও সমন্নয় দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে৷ নরেন্দ্র চন্দ্র দেববর্মাকে রাজস্ব ও মৎস্য দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে৷ রতন লাল নাথ দায়িত্ব পেয়েছেন উচ্চশিক্ষা, বিদ্যালয় শিক্ষা, সংসদ বিষয় ব্যতিত আইন দপ্তর, সংখ্যালঘু কল্যাণ দপ্তর এবং অন্যান্য পশ্চাতপদ জাতি কল্যাণ দপ্তরের৷ সুদীপ রায় বর্মনকে স্বাস্থ্যও পরিবার কল্যাণ দপ্তর, বিজ্ঞান, প্রযুক্তি এবং পরিবেশ দপ্তর, শিল্প ও বাণিজ্য দপ্তরের তথ্য প্রযুক্তি বিষয়ক এবং পূর্ত দপ্তরের পানীয় জল ও স্বাস্থ্য বিষয়ক দপ্তরের দায়িত্ব পেয়েছেন৷ প্রণজিৎ সিংহ রায়কে কৃষি, পরিবহন এবং পর্যটন দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে৷ মনোজ কান্তি দেব যুব ও ক্রীড়া বিষয়ক এবং খাদ্য, জনসংভরণ এবং ভোক্তা বিষয়ক দপ্তরের দায়িত্ব পেয়েছেন৷ মেবার কুমার জমাতিয়াকে উপজাতি কল্যাণ এবং বন দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে৷ শান্তনা চাকমা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের দায়িত্ব পেয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *