BRAKING NEWS

রাত পোহালেই উত্তর প্রদেশ ও বিহারে উপনির্বাচন, ফল ঘোষণা ১৪ মার্চ

লখনউ ও পাটনা, ১০ মার্চ (হি.স.): রাত পোহালেই উত্তর প্রদেশ ও বিহারে উপনির্বাচনের ভোটদান| রবিবার উত্তর প্রদেশের গোরক্ষপুর এবং ফুলপুর লোকসভা আসনের উপনির্বাচন হবে| ওই দিনই বিহারের আরারিয়া লোকসভা আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ হবে| ১১ মার্চ সকাল থেকে বিহারের ভাবুয়া এবং জেহানাবাদ বিধানসভা আসনেরও উপনির্বাচন হবে| উপনির্বাচনের ফলাফল ঘোষণা হবে ১৪ মার্চ|
উত্তর প্রদেশের গোরক্ষপুর লোকসভা কেন্দ্রের সাংসদ হলেন যোগী আদিত্যনাথ৷ কিন্তু গত বছর বিধানসভা নির্বাচনে বিজেপি বিপুলভাবে জয়লাভের পর তিনি হন রাজ্যের মুখ্যমন্ত্রী হন৷ অন্যদিকে, ফুলপুর কেন্দ্রের সাংসদ কেশব প্রসাদ মৌর্য উপ-মুখ্যমন্ত্রী পদ পান৷ এই দু’জনই উত্তর প্রদেশ বিধানসভার সদস্য হয়ে যাওয়ায় লোকসভা আসন দু’টি খালি পড়ে যায়৷ যার ফলে উপনির্বাচন অবশ্যম্ভাবী হয়ে পড়ে৷ ১৯৯১ সাল থেকে বিজেপির দখলে রয়েছে গোরক্ষপুর আসনটি৷ অন্যদিকে, ২০১৪ সালে লোকসভা ভোটের সময় মোদী ম্যাজিকে ভর করে ফুলপুর কেন্দ্রটি বিজেপির দখলে যায়৷ এতদিন এই কেন্দ্রটি কংগ্রেসের দখলে ছিল৷ বিজেপি আশাবাদী আসন্ন উপনির্বাচনে এই কেন্দ্র দু’টিতে তারাই ক্ষমতা ধরে রাখতে চলেছে৷ শুধু ক্ষমতা ধরে রাখা নয়, গতবারের চেয়ে বেশি মার্জিন ভোটে তারা জিতবে৷ রাজনৈতিক মহলের মতে, আসন্ন উপনির্বাচনে যোগী আদিত্যনাথের পরীক্ষা হতে চলেছে। কারণ, তাঁর জনপ্রিয়তার পারদ কতটা রয়েছে, তা বোঝা যাবে এই উপনির্বাচনে।
এদিকে, বিহারের আরারিয়া লোকসভা আসন এবং ভাবুয়া ও জেহানাবাদ বিধানসভা আসনে অগ্নিপরীক্ষা হতে চলেছে নীতীশ কুমারের জেডি (ইউ) এবং বিজেপি জোট সরকারের| বিহারের আরারিয়া লোকসভা আসন এবং ভাবুয়া বিধানসভা আসনের উপনির্বাচনে প্রার্থী দিয়েছে বিজেপি| জনতা দল (ইউনাইটেড) প্রার্থী দিয়েছে জেহানাবাদ বিধানসভা আসনে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *