BRAKING NEWS

মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর, কম্পাঙ্ক ৪.৫

শ্রীনগর, ১০ মার্চ (হি.স.): ফের ভূমিকম্পের আতঙ্ক| এবার ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর| শনিবার সকাল ৮.৫১ মিনিট নাগাদ মৃদু ভূমিকম্পে কেঁপে ওঠে জম্মু ও কাশ্মীরের বিস্তীর্ণ অঞ্চল| রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৫| ভূমিকম্পের উত্সস্থল ছিল ৩৫.৭ ডিগ্রি উত্তর ল্যাটিটিউড এবং ৭৬.১ ডিগ্রি পূর্ব লঙ্গিটিউড| মূল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ভূকম্পন অনুভূত হয়| যদিও মৃদু এই ভূকম্পনে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি|
ভূতত্ত্ববিদরা জানিয়েছেন, শনিবার সকাল ৮.৫১ মিনিট নাগাদ ৪.৫ তীব্রতার মৃদু ভূকম্পন অনুভূত হয় জম্মু ও কাশ্মীরে| ভূমিকম্পের উত্সস্থল ছিল ৩৫.৭ ডিগ্রি উত্তর ল্যাটিটিউড এবং ৭৬.১ ডিগ্রি পূর্ব লঙ্গিটিউড, মূল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে| ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত কম থাকায় এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি| প্রসঙ্গত, মাঝেমধ্যেই ভূকম্পন অনুভূত হয় জম্মু ও কাশ্মীরে| ভূমিকম্পের জেরে জম্মু ও কাশ্মীরে সাময়িকের জন্য আতঙ্ক তৈরি হয়েছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *