BRAKING NEWS

পশুখাদ্য কেলেঙ্কারি মামলা : লালু সহ ১৬ জনের সাজা ঘোষণা বৃহস্পতিবার

রাঁচি৩ জানুয়ারি (হি.স.): দেওঘর পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় বুধবার নয়বৃহস্পতিবার সাজা ঘোষণা হবে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) সুপ্রিমো লালু প্রসাদ যাদবেরএকই মামলায় বৃহস্পতিবার সাজা ঘোষণা হবে বাকি ১৫ জনেরওসিবিআইয়ের বিশেষ আদালত সূত্রের খবরআইনজীবী বিন্ধেশ্বরী প্রসাদের অকাল প্রয়াণের কারণে পিছিয়ে দেওয়া হয়েছে লালু প্রসাদ যাদব সহ ১৬ জনের সাজা ঘোষণা|

দেওঘর পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় ২০১৭ সালের ২৩ ডিসেম্বর সিবিআইয়ের বিশেষ আদালতে দোষীসাব্যস্ত হয়েছিলেন আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব সহ ১৬ জনসেই থেকে তাঁদের ঠাঁই হয় রাঁচির বিরসা মুণ্ডা জেলেতবেআদালত মুক্তি দিয়েছে বিহারের আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্র সহ ৬ জনকেবুধবার৩ জানুয়ারি সাজা ঘোষণা হওয়ার কথা থাকলেওআইনজীবী বিন্ধেশ্বরী প্রসাদের অকাল প্রয়াণের কারণে পিছিয়ে দেওয়া হয়েছে লালু প্রসাদ যাদব এবং বাকি ১৫ জনের সাজা ঘোষণাদেওঘর পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় বৃহস্পতিবার৪ জানুয়ারি সাজা ঘোষণা করবে রাঁচির বিশেষ সিবিআই আদালত|

বুধবার সকালেই রাঁচির বিরসা মুণ্ডা জেল থেকে বেরিয়ে সিবিআই বিশেষ আদালতের উদ্দেশে রওনা দেন লালু প্রসাদ যাদবরায়দান উপলক্ষ্যে আদালত চত্বরে এদিন কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়পরে আদালত সূত্রে জানা যায়পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় বুধবার নয়বৃহস্পতিবার সাজা ঘোষণা হবে লালু প্রসাদ যাদব সহ ১৬ জন দোষীররায়দান পিছিয়ে যাওয়ায় পুনরায় বিরসা মুণ্ডা জেলের উদ্দেশে রওনা দেন লালু|

এদিকেআদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত হলেন রঘুবংশ প্রসাদ সিংতেজস্বী যাদব এবং মনোজ ঝাআগামী ২৩ জানুয়ারি আদালতে হাজিরা দেওয়ার জন্য তাঁদের সমন পাঠিয়েছে রাঁচির বিশেষ সিবিআই আদালতএ প্রসঙ্গে আরজেডি-র মনোজ ঝা বলেছেন, ‘অদ্ভূত লাগছেকারণ আমাদের মধ্যে কেউই বিচার প্রক্রিয়া সম্পর্কে একটি কোনও মন্তব্য করিনি|’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *