BRAKING NEWS

ওয়ারিশ বিল্ডিং দখল মাফিয়াদের, ডিএমের দ্বারস্থ আমানতকারীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জানুয়ারি৷৷ ওয়ারিশের সিল করা সম্পত্তি জবরদখল নিয়ে প্রশাসনের নির্লিপ্ততায় ক্ষুব্ধ আমানতকারীরা৷ চিটফান্ড ওয়ারিশের বিল্ডিং জেলা প্রশাসনের সীল করার পর আমানত পাওয়ার ক্ষীন আশার সঞ্চার হয়েছিল সর্বশান্ত গ্রাহকদের মনে৷ সোমবার সমাজদ্রোহীরা প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বাগিয়ে নেয় ওয়ারিশের বিল্ডিং৷ মঙ্গলবার ক্ষুব্ধ আমানতকারীরা পশ্চিম জেলা শাসক মিলিন্দ রামটেকের দ্বারস্থ হয়েছেন৷ অভিযোগ, প্রশাসনের তদারকির অভাবে শহরের মাফিয়ারা সিল করা সম্পত্তি জবরদখল করেছেন৷

রাজ্যের ১৪ লক্ষ আমানতকারী চিটফান্ডে সর্বশান্ত হয়ে টাকার জন্য হন্ন হয়ে ঘুড়ে বেড়াচ্ছেন৷ সরকারের আমানত ফেরানোর স্ব-উদ্যোগ নিয়ে বিরোধীদের ক্রমবর্ধমান আন্দোলনেও টনক নড়েনি সরকারের৷ শহরের প্রাণকেন্দ্রে সিল করা বিল্ডিং জবরদখলের খবর ছড়িয়ে পড়তেই আমানতকারীরা ভিড় জমায়৷ বিল্ডিংটির মালিকানার দাবীতে ববিতা সাহা সমাজদ্রোহী নিয়ে দখল ঘিড়ে ক্ষুব্ধ হয়ে উঠেছে গ্রাহকরা৷ অভিযোগ, ওয়ারিশের সিজ করা সম্পত্তিগুলি চুপিসারে জবরদখল হয়ে যাচ্ছে৷ প্রশাসন নাম রক্ষার্থে সিজ করে সবাইকে বোকা বানাচ্ছে৷ জেলা শাসক অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাসেও স্বস্তি নেই আমানতকারীদের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *