BRAKING NEWS

পুলিশের গুলিতে এক ব্যক্তির মৃত্যু, তপ্ত গুজরাটের দাহোদ

দাহোদ (গুরজাত), ২৭ অক্টোবর (হি.স.): পুলিশের গুলিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে, এই অভিযোগে তপ্ত হল গুজরাটের দাহোদ জেলার জেসাওয়াদা গ্রাম| সূত্রের খবর, দাদার বিরুদ্ধে ডাকাতির অভিযোগ রয়েছে, এই অভিযোগের প্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার কনেশ এবং রাজুকে তুলে নিয়ে যায় পুলিশ| অভিযোগ, পুলিশ হেফাজত থেকে মুক্তির পরই মৃত্যু হয় কণেশ-এর| এরপরই ক্ষোভে ফেটে পড়েন জেসাওয়াদা গ্রামের বাসিন্দারা| ক্ষুব্ধ গ্রামবাসীরা দাবি জানান, কণেশ-এর মৃত্যুর ঘটনায় জড়িত পুলিশ কর্মীদের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করতে হবে| কিন্তু, পুলিশ কর্তৃপক্ষ গ্রামবাসীদের দাবি খণ্ডন করে|
এরপরই থানা লক্ষ্য করে পাথর ছুঁড়তে থাকেন ক্ষুব্ধ গ্রামবাসীরা| বিক্ষুব্ধ গ্রামবাসীকে ছত্রভঙ্গ করতে কার্যত বাধ্য হয়েই কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিশ, এছাড়াও শূণ্যে গুলি চালায়| অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু হয় আমিল গ্রামের বাসিন্দা রামসু মোহানিয়া (৪৫) নামে এক কৃষকের|
ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (পঞ্চমহল রেঞ্জ) বৃজেশ কুমার ঝা জানিয়েছেন, ‘পুলিশ হেফাজতে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে| গোটা বিষয়টি তদন্তে করে দেখা হচ্ছে| যদিও ক্ষুব্ধ গ্রামবাসীরা পুলিশ স্টেশন লক্ষ্য করে পাথর ছুঁড়ে মারে, গাড়িতে আগুন ধরিয়ে দেয়| কার্যত বাধ্য হয়েই গুলি চালায় পুলিশ|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *