BRAKING NEWS

আগামীকাল বিহার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

পাটনা, ১৩ অক্টোবর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামীকাল শনিবার বিহারে সফরে যাচ্ছেন। পাটনা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে বিহারে যাচ্ছেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি বেশ কিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৩,৭০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন।
চলতি বছরের জুলাইয়ে বিজেপি রাজ্য সরকারে যোগ দেওয়ার পরে এই প্রথম সরকারিভাবে বিহার সফরে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে গত আগস্টে বিহারের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সঙ্গে আকাশপথে রাজ্যের বন্যা দুর্গত এলাকাগুলি পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী।
এবারের সফরে প্রধানমন্ত্রী একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। রাজ্য বিজেপি সভাপতি জানিয়েছেন, এই প্রকল্পগুলি রাজ্যবাসীকে দিওয়ালির উপহার হিসাবে দিতে চলেছেন প্রধানমন্ত্রী। মোকামায় প্রধানমন্ত্রী ৩০৩১ কোটি টাকার ন্যাশনাল হাইওয়ে প্রকল্পের শিলান্যাস করবেন। সবমিলিয়ে মোট চারটি ন্যাশনাল হাইওয়ে প্রকল্পের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। এছাড়া, ৭৩৮.০৪ কোটি টাকার সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্টেরও শিলান্যাস করবেন। উদ্বোধন করবেন ১,১৬১ কোটি টাকার গঙ্গা সেতু প্রকল্পের।
বিহার সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়কড়ি। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে ঢেলে সাজানো হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *