BRAKING NEWS

গণবস্থান করে আমরণ অনশনের হুঁশিয়ারী দিল উদ্বাস্তু উন্নয়ন কমিটি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ সেপ্ঢেম্বর৷৷ তিন দফা দাবীতে রাজ্য সরকারের উপর চাপ বাড়াতে আবারো আন্দোলনে নামল পশ্চিম জেলা ও

আগরতলায় উদ্বাস্তু উন্নয়ন কমিটির গণবস্থান৷ শুক্রবার তোলা নিজস্ব ছবি৷

সিপাহীজলা জেলা উদ্বাস্তু উন্নয়ন কমিটি৷ ১৮ এর বিধানসভা ভোটের মুখে বামপন্থীদের স্নায়ুর চাপ বাড়াতে শুক্রবার রাজধানী আগরতলায় প্যারাডাইস চৌমুহনীতে গণ অবস্থানে বসল উদ্বাস্তু উন্নয়ন কমিটি৷ কমিটির সভাপতি নন্দলাল দেবনাথ রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন, উগ্রপন্থী হামলায় সর্বস্ব হারিয়ে ফেলা পরিবারগুলির সাথে রসিকতা করছে রাজ্য সরকার৷ রাজনৈতিক গ্যাড়াকলে জড়িয়ে  উদ্বাস্তুরা আঠর বছর পরও দাবী আদায় করতে পারেনি৷ তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রী মানিক সরকার, অর্থমন্ত্রী ভানুলাল সাহা সহ সব মন্ত্রী আমলারাই প্রতিশ্রুতি লঙ্ঘণ করেছেন উদ্বাস্তুদের পুণর্বাসন নিয়ে৷ উগ্রপন্থী হামলায় ক্ষতিগ্রস্ত পরিবার গুলিকে উদ্বাস্তু হিসাবে স্বীকৃতি প্রদান, সমস্ত ক্ষতিগ্রস্থ পরিবারকে পুণর্বাসন, এককালীন পাঁচ লক্ষ টাকা করে সহায়তা প্রদানেরও দাবী জানিয়েছেন উদ্বাস্তু উন্নয়ন কমিটির নেতৃত্বরা৷ জেলা শাসক সদর্থক ভূমিকা গ্রহণ না করলে মন্ত্রীর সরকারী আবাসনের সামনে উদ্বাস্তু উন্নয়ন কমিটি খুব শীঘ্রই আমরণ অনশনে বসবে বলে রাজ্য সরকারকে হুঁশিয়ারী দিয়েছে৷ প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন সংগঠন দাবী আদায়ে সরব হয়েছে৷ অনেক ক্ষেত্রেই ভোটের মুখে সরকার কোন ঝঁুকি না নিয়ে দাবীগুলি পূরণে উদ্যোগী হচ্ছে৷ তাই উদ্বাস্তু উন্নয়ন কমিটিও আশায় প্রহর গুণছে তাদের দাবীগুলিও হয়তো রাজ্য সরকার পূরণ করবে৷ প্রসঙ্গত, জম্পুইজলা, টাকারজলা, গোলাঘাটি ইত্যাদি এলাকায় উগ্রপন্থী হামলায় ভিটেমাটি ছেড়ে নিরাপদ স্থানে চলে গিয়ে তারা আজ উদ্বাস্তু৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *